সাতক্ষীরা সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজে স্কিলস কম্পিটিশন ২০২৩ উদযাপন উপলক্ষে সেমিনার অনুষ্ঠিত

শাহ জাহান আলী মিটন  ঃ কারিগরি জনপ্রিয়তা বৃদ্ধি, শিক্ষার্থীদের মেধা ও উদ্ভাবনী শক্তি বিকাশের লক্ষে প্রাতিষ্ঠানিক পর্যায়ে স্কিলস কম্পিটিশন ২০২৩ উদযাপন উপলক্ষে সাতক্ষীরায় সেমিনার অনুষ্ঠিত হয়েছে। শনিবার ১৭ জুন সকাল ১০ টায় সাতক্ষীরা সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ ও শিক্ষা অধিদপ্তরের এ্যাসেট প্রকল্পের আয়োজনে সাতক্ষীরা সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ চত্বরে এ সেমিনার অনুষ্ঠিত হয়। সেমিনারে সাতক্ষীরা সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ প্রকৌশলী মো. মশিউর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন সাতক্ষীরা সরকারি কলেজ এর অধ্যক্ষ প্রফেসর মো. আমানউল্লাহ আল হাদী।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা পল্লী বিদ্যুৎ এর জিএম জিয়াউর রহমান, সাতক্ষীরা শিক্ষা প্রকৌশলী অধিদপ্তরের উপ সহকারী  প্রকৌশলী জায়েদ বিন গফুর। সেমিনারে বিচারক হিসেবে বক্তব্য রাখেন শফি রেফ্রিজারেশন এর স্বত্বাধিকারি মো. শফি,শহীদ ইলেক্টোভিশন এর স্বত্বাধিকারি শহীদুর রহমান,
বাগের হাট পল্লীবিদ্যুৎ সমিতির এজিএম মো. সিফাতুল্লাহ, শিক্ষকদের মধ্যে ইন্সট্রাক্টর( রসায়ন) আবুল কালাম আজাদ,ইন্সট্রাক্টর (গণিত) মো. মাহাবুবর রহমান প্রমুখ।
সেমিনারে প্রতিষ্ঠানের জেনারেল ইলেকট্রনিকস, কম্পিউটার, ফার্ম মেশিনারী ও আঃ এসি ট্রেডের শিক্ষার্থীদের উদ্ভাবনী প্রযুক্তি ৪ টি স্টলে প্রদর্শনী করা হয়। এবং বিজয়ী ট্রেডদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন সাতক্ষীরা সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের বাংলা বিভাগের ইন্সট্রাক্টর মো. শরিফুল ইসলাম।

Check Also

পঁচিশেই নির্বাচন চায় বিএনপি ও সমমনারা

দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে থাকা মিত্র দলগুলোর …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।