সাতক্ষীরায় জাতীয় ভিটামিন ‘এ ‘প্লাস ক্যাম্পেইন – ২০২৩ এর শুভ উদ্বোধন 

ফিরোজ হোসেন, সাতক্ষীরা ঃ
সাতক্ষীরায় জাতীয় ভিটামিন ‘এ ‘প্লাস ক্যাম্পেইন – ২০২৩ এর শুভ উদ্বোধন করা হয়েছে। ১৮ জুন রবিবার সকাল সাড়ে ৯ টায় সাতক্ষীরা সিভিল সার্জন অফিসের আয়োজনে সাতক্ষীরা সদর হাসপাতালের বি-ব্লকে  জাতীয় ভিটামিন ‘এ ‘প্লাস ক্যাম্পেইন – ২০২৩ এর শুভ উদ্বোধন করা হয়। সাতক্ষীরা সিভিল সার্জন ডাঃ মো. সবিজুর রহমান এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন এর শুভ উদ্বোধন করেন সাতক্ষীরা জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাস্থ্য মন্ত্রনালয়ের সিনিয়র সহকারী সচিব ইকবাল হোসেন, সহকারী সচিব মো. কামাল হোসেন, এ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার শাহিনুর ইসলাম। এসময় উপস্থিত ছিলেন
সিভিল সার্জন অফিসের সিনিয়র স্বাস্থ্য শিক্ষা অফিসার পুলক চক্রবর্তী,  সাতক্ষীরা সদর হাসপাতালের আরএমও ডাঃ ফয়সাল আহমেদ, সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডাঃ জয়ন্ত সরকার, ডাঃ মুক্তাদির তামিম, জুনিয়র স্বাস্থ্য শিক্ষা অফিসার শাহিনুর খাতুনসহ সদর হাসপাতালের চিকিৎসক ও সিভিল সার্জন অফিসের কর্মকর্তাগন। উল্লেখ
উল্লেখ্য এবার সাতক্ষীরা জেলায় ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানোর কাজে সহায়তা করেছেন ৪৪১৪ জন সরকারি সেবা কর্মী ও ৩৮৫১, বেসরকারি স্বেচ্ছাসেবক সর্বমোট ৪৬৫৬ জন। জেলায় ৬ থেকে ১১ মাস বয়সী নীল রংয়ের ভিটামিন ২৬৮৮২ শিশু এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী ২৩৮১৯২শিশু কে লাল রঙের সর্বমোট ২৬৫০৭৪ শিশুকে ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানোর আওতায় লক্ষ মাত্রা নির্ধারণ করা হয়েছিল।

Check Also

আশাশুনির খাজরা ইউনিয়নের খালিয়া রাস্তার বেহাল দশা।। বিপত্তিতে শতাধিক পরিবার।।দ্রুত সংস্কার দাবি 

এস,এম মোস্তাফিজুর রহমান,আশাশুনি।।আশাশুনি উপজেলার খাজরা ইউনিয়নের ৪নং ওয়ার্ড খালিয়া গ্রামের সানাপাড়ার প্রায় শতাধিক পরিবার একটি …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।