ফিরোজ হোসেন, সাতক্ষীরা ঃ সাতক্ষীরা পৌর সভার পানি সরবরাহ শাখার কর্মচারীদের বকেয়াসহ নিয়মিত বেতন ভাতার দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। ১৮ জুন রবিবার সকাল ১০ টায় সাতক্ষীরা পৌরসভার পানি সরবরাহ শাখার কর্মকর্তা কর্মচারীবৃন্দের আয়োজনে পৌর সভার মূল ফটকে এ মানববন্ধন অনুষ্ঠিত হয় । মানববন্ধনে পৌর ওয়াটার সুপার মো. সেলিম সরোয়ার এর সভাপতিত্বে বক্তব্য রাখেন হিসাব রক্ষক মো. রায়হানুল ইসলাম, পাম্প চালক মো. নুরুল ইসলাম, একে এম শহীদুল ইসলাম, মো. আব্দুল কুদ্দুস, মো. মনিরুজ্জামান, মো. আবুল কালাম, মো. হাবিবুর রহমান, মেকানিক মো. আব্বাস আলী,বিল ক্লার্ক মোছাঃ বেবী সুলতানা, মোছাঃ নাইমা খাতুন প্রমুখ। এসময় মানববন্ধনে সাতক্ষীরা পৌর সভার পানি সরবরাহ শাখার সকল পর্যায়ের কর্মকর্তা ও কর্মচারীগণ উপস্থিত ছিলেন। এসময় বক্তারা বলেন ২০২২ সালের ডিসেম্বর মাস হতে ২৩ সালের জুন পর্যন্ত
আমরা পৌর সভার পানি শাখার কর্মকর্তা ও কর্মচারীরা কোন বেতন ভাতা পাচ্ছি না। কি অপরাধ আমাদের। পরিবার পরিজন নিয়ে মানবেতর জীবন যাপন করছি। বেতন না পাওয়ায় আমাদের সন্তানদের মুখে দুমুটো খাবার দিতে পারছিনা। ঈদুল ফিতরের সময় আমরা সন্তানদের কোন কাপ চোপড় দিতে পারেনি। সামনে পবিত্র ঈদুল আজহা তাই আমাদের বেতন ভাতা দিতে হবে। যদি বেতন ভাতা না দেওয়া হয় কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবো।