খুলনা ব্যুরো : খুলনা জেলার দাকোপে পৃথক বজ্রপাতে ৩ জন নিহত ও ৪ জন আহত হওয়ার ঘটনা ঘটেছে। গতকাল রোববার সকালে এ দুর্ঘটনা ঘটে। বজ্রপাতে নিহতরা হলেন-তিলডাংগা ইউনিয়নে ৩নং ওয়ার্ডের কাকড়া বুনিয়া গ্রামের মৃত আব্দুল ছাত্তার শেখ এর ছেলে আজিজুল শেখ (৬২), সুতারখালী ইউনিয়নের ৯নং ওয়ার্ডের কালাবগী গ্রামের কৃষ্ণ মন্ডলের ছেলে সুজিত মন্ডল (৩৩) এবং পাইকগাছার খোরশেদ শেখ (৬০)।
স্থানীয় ইউপি চেয়ারম্যান মো. জালাল উদ্দীন গাজী জানান, কাকড়া বুনিয়ায় আজিজুল শেখ (৬২ )সহ ৩/৪ জন একসাথে মৎস্যঘেরের রাস্তায় মাটির কাজ করছিল। এমন সময় সকাল ৭ টার দিকে হঠাৎ বজ্রপাতে মৃত্যুবরণ করেন। তবে অন্যদের কোন সমস্যা হয়নি।
অপরদিকে ভুক্তভোগী পরিবার ও এলাকাবাসী সূত্রে জানা যায়, সুজিত মন্ডল (৩৩)সহ ৪/৫ জন কালাবগী নদীতে মাছ ধরার জন্য জাল পেতে অবস্থান করছিল। এমন সময় সকাল সাড়ে ১০টার দিকে হঠাৎ বজ্রপাতে সুজিত মন্ডল (৩৩) মৃত্যুবরণ করে। এ সময় আহত হন একই এলাকার মৃত মোমিন গাজী ছেলে আনিস গাজী (৩৪), ইসমাইল, রিপন বৈদ্য, শাহারিয়া বেগম নামে মৎস্যজীবীরা। আহতদের স্থানীয় ডাক্তারের কাছে প্রাথমিক চিকিৎসা চলছে বলে ভুক্তভোগী পরিবার সূত্রে জানা যায়।
এদিকে পাইকগাছা এলাকার মৃত রহিম শেখের ছেলে খোরশেদ আলম শেখ (৬০) বাঁশ বিক্রি করার জন্য বটবুনিয়া নদীতে বাঁশের নৌকা নিয়ে অবস্থান করছিল। এমন সময় হঠাৎ বৃষ্টি ও বজ্রপাতের ঘটনায় সে অসুস্থ হয়ে পড়লে স্থানীয় লোকজন তাকে দাকোপ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসার পথিমধ্যে খোরশেদ আলম শেখ মৃত্যুবরণ করেন।
দাকোপ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) পাপিয়া সুলতানা বলেন, সকালে দাকোপের পৃথক তিনটি স্থানে বজ্রপাতে ৩ জনের মৃত্যুর সংবাদ পেয়েছি। দাকোপ থানা পুলিশের ওসি তদন্ত শেখ শাহিনুল ইসলাম বলেন, সংবাদ পেয়ে আমাদের টিম পাঠানো হয়েছে।
শ্যামনগরে বজ্রপাতে যুবক নিহত : সাতক্ষীরা জেলার শ্যামনগরে স্ত্রী ও কন্যাকে নিয়ে শ্বশুর বাড়ি যাওয়ার পথে বজ্রপাতে এক যুবক নিহত হয়েছে। রোববার (১৮ জুন) সকাল সাড়ে ৯টার দিকে শ্যামনগর উপজেলার রমজাননগর ইউনিয়নের চাঁদখালী বিলে এই ঘটনা ঘটে। নিহত যুবকের নাম শ্রীনিবাস ওরেফ অংকুর বৈদ্য (২৮)। সে সাতক্ষীরার শ্যামনগর উপজেলার রমজান নগর ইউনিয়নের চাঁদখালী গ্রামের পরিমল বৈদ্যর ছেলে।
শ্যামনগর উপজেলা পরিষদের চেয়ারম্যান আতাউল হক দোলন জানান, শ্রীনিবাস তার স্ত্রী ও কন্যাকে নিয়ে সকালে বাড়ি থেকে বেরিয়ে শ্বশুর বাড়ি যাচ্ছিল। পথিমধ্যে সকাল সাড়ে ৯ টার দিকে চাঁদখালী গ্রামের বিল পাড়ি দেয়ার সময় হঠাৎ বজ্রপাত হলে ঘটনাস্থলেই শ্রীনিবাস নিহত হয়। এ সময় তার স্ত্রী ও কন্যা শ্রীনিবাস থেকে একটু দূরে থাকায় তাদের কোনো ক্ষতি হয়নি।