নিজস্ব প্রতিনিধি: গরুর ভিষ্টা রাস্তার উপর ফেলে এলাকা বাসির প্রতিনিয়ত চলাচলের পথ বন্ধ ও পরিবেশ নষ্টের অভিযোগ উঠেছে ইয়াছিন আলীর বিরুদ্ধে। এলাকা বাসি সূত্রে জানাযায় সাতক্ষীরা সদর উপজেলার শিবপুর ইউনিয়নের গোদাঘাটা গ্রামের দক্ষিণ পাড়ার ইয়াছিন আলী দীর্ঘদিন ধরে পাকা রাস্তার উপর একাধিক গরু বেধে রাখা ও গরুর গোবরসহ গরুর দূরগন্ধ যুক্ত প্রস্সাব স্হায়ী ভাবে রাস্তার উপর রাখার কারণে। ঐ রাস্তা দিয়ে শত শত গ্রামবাসির যাতয়াতে প্রতিদিন ভোগান্তি পেতে হয়। এতে করে ঐ এলাকার পরিবেশ খুবই নষ্ট হচ্ছে শুধু তাই নয় শিশুদের বিভিন্ন ধরনের রোগ বালাই হচ্ছে। ঐ গ্রামের একাধিক ব্যাক্তি এ প্রতিবেদককে বলেন দক্ষিণ পাড়া মসজিদ থেকে মজিদ এর বাড়ি পযর্ন্ত অত্র এলাকার স্হানীয় বাসিন্দা এই রাস্তা দিয়ে চলাচলের একমাত্র পথ। সেই রাস্তার উপর ইয়াছিন আলী তিন চার বছর গরুর পায়খানা প্রস্সাব ফেলে, গায়ের জোরে। তারা আরো বলেন সরকারি রাস্তা বন্ধ করে গোবর রাখার কারনে আমরা বাড়িতে বসবাস করতে পারিনা দূরগন্ধর জন্য। এতে যদি কেউ প্রতিবাদ করে তাহলে তাদের অশ্লীল ভাষায় গালিগালাজ করে ইয়াছিন এর বউ ও সন্তানেরা। ইয়াছিন একজন অসাজিক লোক যার কারনে গ্রামের মানুষ তার পছন্দ করে না। স্হানিয়দের দাবি যাহাতে ঐ পথ সবার চলাচলের জন্য উনমুক্ত হয় তার জন্য আমরা প্রশাসনের দৃষ্টি কামনা করি।
১৯/৬/২৩