বৃহষ্পতিবার (২১ জুন) সকাল সাড়ে ৮টায় ক্ষেত্রপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে জামায়াত কমী বিদারুলের জানাজা নামাজ অনুষ্ঠিত হয়েছে। পরে সকাল ১০টায় বিদারুলের লাশ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। জানাযা পূর্ব আলোচনায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী সাতক্ষীরা জেলা শাখার সিনিয়র নায়েবে আমীর উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুল, ওলামা বিভাগের জেলা সভাপতি মাওলানা ওসমান গনি, উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা কামরুজ্জামান, সেক্রেটারি মাওলানা শহিদুল ইসলাম, সাবেক ইউপি চেয়ারম্যান মাস্টার শওকত আলী, সরসকাটি দাখিল মাদ্রাসার সুপার মাওলানা মুজিবুর রহমান, জামায়াত নেতা মাওলানা রুহুল কুদ্দুস, ছাত্রদল নেতা চন্দন প্রমুখ। জানাজা নামাজের ইমামতি করেন উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুল। সাতক্ষীরা জেলা কারাগারের জেলার মো: মামুনুর রশিদ জানান, ২০১৬ সাল থেকে শেখ হাসিনার গাড়িবহর হামলা মামলার আসামি হিসেবে সাতক্ষীরা কারাগারে আটক ছিলেন বিদারুল। পরবর্তীতে তার তিনটি পৃথক মামলা ১৮ বছর তিন মাসের কারাদন্ড হয়। গত এপ্রিলে মাসে তার ডান পায়ের পায়ের আঙুলে ঘা দেখা দেয়। পরবর্তীতে ওই ঘা প্রবল আকার ধারণ করে গ্যাংগ্রিন হলে তাকে ২৭ এপ্রিল সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়ে। অবস্থার অবন্নতি না হলে তাকে ৩০ এপ্রিল খুলনা মেডিকেল কলেজ হাসাপাতালে স্থানান্তর করা হয়। পরে ১৬ মে সেখান থেকে পাঠানো হয় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
Check Also
যশোর বেনাপোল দিয়ে ভারতে প্রবেশের সময় কলারোয়ার আ’লীগ কাউন্সিলর গ্রেপ্তার
নিজস্ব প্রতিনিধি :- সাতক্ষীরা: যশোরের বেনাপোল স্থলবন্দর দিয়ে ভারতে পালিয়ে যাওয়ার সময় সাতক্ষীরার কলারোয়া পৌরসভার …