প্রেস বিজ্ঞপ্তি: কালিগঞ্জ উপজেলাধীন মৌতলা ইউনিয়নের পানিয়া সরকারী প্রথিমিক বিদ্যালয় হল রুমে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সহযোগিতায় আশ্রয় বিজ্ঞান ক্লাবের আয়োজনে শনিবার মাধ্যমিক স্কুলের পঞ্চাশ জন ছাত্র-ছাত্রীর অংশগ্রহনে বিজ্ঞান ভিত্তিক লিখিত কুইজ প্রতিযোগিতা ও চার দলীয় বিজ্ঞানভিত্তিক তিনটি বিষয়ে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। সকাল ১০টায় পানিয়া আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ে ছাত্র-ছাত্রী লিখিত কুইজ প্রতিযোগিতা ও চার দলীয় বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। বিতর্ক প্রতিযোগিতায় পানিয়া আদর্শ মাধ্যমিক বিদ্যালয়কে পরাজিত করে শ্রীকলা মাধ্যমিক বিদ্যালয় এবং ধুলিয়াপুর আদর্শ মাধ্যমিক বিদ্যালয়কে পরাজিত করে মৌতলা মাধ্যমিক বিদ্যালয় চুড়ান্ত পর্বে উত্তীর্ণ হয়। প্রতিযোগিতার চুড়ান্ত পর্বে শ্রীকলা আদর্শ মাধ্যমিক বিদ্যালয়কে পরাজিত করে মৌতলা মাধ্যমিক বিদ্যালয় চ্যাম্পিয়ন হয়। আশ্রয় বিজ্ঞান ক্লাবের সাধারণ সম্পাদক সরদার গিয়াসউদ্দিন আহম্মেদ সমগ্র বিতর্কে মডারেটরের দায়িত্ব পালন করেন এবং বিচারক হিসাবে পর্যায়েক্রমে পানিয়া আনসার ও ভিডিপি ক্লাবের সভাপতি আব্দুর রহিম, পানিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক পারভীন আক্তার খুকু, রাজনীতিক রুহুল আমিন, মানব সম্পদ উন্নয়ন কেন্দ্রের নির্বাহী পরিচালক জিএম ফিরোজ আহমেদ ও সাংবাদিক মাসুদ পারভেজ ক্যাপ্টেন বিচারকের দায়িত্ব পালন করেন। বিতর্কে প্রতিযোগিতায় চুড়ান্ত পর্বে শ্রেষ্ট বিতর্কিত নির্বাচিত হয়েছেন মৌতলা মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেনীর ছাত্রী সাদিয়া সুলতনা এবং প্রথম রাউন্ডে যথাক্রমে যৌথভাবে পানিয়া আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের দশস শ্রেনীর ছাত্রী সাকিবুন নাহার, ধুলিয়াপুর আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্র মুজাহিদ ইবনে রফিক, মৌতলা মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী সাদিয়া সুলতনা ও শ্রীকলা আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী মোবাশ্বেরা খাতুন শ্রেষ্ঠ বিতর্কিক নির্বাচিত হন। কুইজ প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করেন ধুলিয়া পুর আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের অষ্টম শ্রেনীর ছাত্রী সিনতিয়া ছোয়া, দ্বিতীয় স্থান আধিকার করেন মোহনা সরকার, পানিয়া আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর ছাত্রী তানিয়া সুলতনা তৃতীয় স্থান লাভ করেন।
Check Also
সাতক্ষীরা শহর শখার ২ নং ওয়ার্ডের উদ্যোগে সভা অনুষ্ঠিত
বাংলাদেশ জামায়াতে ইসলামি সাতক্ষীরা শহর শখার ২ নং ওয়ার্ড (রাজারবাগান ও সরকারপাড়া ইউনিট) এর উদ্যোগে …