আ.লীগ বাদে সব দলকে আমন্ত্রণ জানাল ইসলামী আন্দোলন

সব রাজনৈতিক দল ও সুধী সমাজের সঙ্গে মতবিনিময় সভা করবে ইসলামী আন্দোলন বাংলাদেশ। গুলিস্তানের একটি হোটেলে শনিবার সকালে দলের আমির চরমোনাই পির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করীমের সভাপতিত্বে এ সভা হবে।

ইসলামী আন্দোলনের নেতারা জানিয়েছেন, ‘বিদ্যমান রাজনৈতিক সংকট উত্তরণ এবং একটি সুষ্ঠু ও নিরপেক্ষ জাতীয় নির্বাচনের লক্ষ্যে করণীয়’ শীর্ষক মতবিনিময় সভা সকাল সাড়ে দশটায় শুরু হবে। সভায় রাজনৈতিক দলগুলোর বক্তব্য বিশ্লেষণ করে নিজেদের আগামী দিনের রাজনৈতিক অবস্থান ঘোষণা করতে পারেন চরমোনাই পির।

এক্ষেত্রে আগের মতোই স্বতন্ত্র অবস্থান নাকি রাজনৈতিক কোনো জোটে যুক্ত হবে ইসলামী আন্দোলন, তা অনেকটাই স্পষ্ট হবে। এছাড়া সরকারের পদত্যাগসহ দশ দফা দাবিতে বিএনপি ও সমমনা রাজনৈতিক দল ও জোট আন্দোলন করছে। ইসলামী আন্দোলন একই দাবিতে পৃথকভাবে আন্দোলনে থাকবে কিনা তাও সভায় পরিষ্কার করা হতে পারে।

জানতে চাইলে ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া উপকমিটির সহকারী সমন্বয়কারী শহিদুল ইসলাম কবির বলেন, ‘আওয়ামী লীগ ছাড়া বিএনপি ও জাতীয় পার্টিসহ অন্যান্য সব দল ও সুধী সমাজকে আমন্ত্রণ জানানো হয়েছে। দল হিসাবে জামায়াতকে আমন্ত্রণ জানানো হয়নি। তবে দলটির নেতা খলিলুর রহমান মাদানীকে ব্যক্তিগতভাবে মতবিনিময় সভায় অংশগ্রহণের দাওয়াত দেওয়া হয়েছে।’

জানা গেছে, খলিলুর রহমান জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদের সদস্য। ১২ জুন বরিশাল সিটি করপোরেশন নির্বাচনের দিন ইসলামী আন্দোলনের মেয়র প্রার্থী মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীমের ওপর যে হামলায় হয়, তার নিন্দা জানান তিনি। পরে সমবেদনা জানাতে বরিশালেও ছুটে গিয়েছিলেন খলিলুর রহমান।

সূত্র জানায়, চরমোনাই পির পরিবারের সন্তান ফয়জুল করীম ইসলামী আন্দোলনের সিনিয়র নায়েবে আমির ও দলের সবচেয়ে প্রভাবশালী নেতা। তার ওপর হামলার ঘটনা ভালোভাবে নেয়নি পির পরিবার।

Check Also

আশাশুনিতে কর্মী সম্মেলনে আওয়ামী লীগকে জামায়াত নেতার কঠোর হুঁশিয়ারি বার্তা

স্টাফ রিপোর্টার:আশাশুনিতে ইউনিয়ন জামায়াতে ইসলামীর কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। উপজেলা জামায়াতে ইসলামীর নিজস্ব কার্যালয় আলামিন …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।