একাত্তরে মানবতাবিরোধী অপরাধ: যশোরের আমজাদ মোল্লাসহ চার জনের মৃত্যুদণ্ড

মুক্তিযুদ্ধের সময় যশোরের বাঘারপাড়া উপজেলার চাঁদপুর গ্রামে হত্যা, অপহরণ, নির্যাতনের মতো মানবতাবিরোধী অপরাধের দায়ে আমজাদ হোসেন মোল্লাসহ চার রাজাকারকে মৃত্যুদণ্ডাদেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

বিচারপতি মো. শাহিনুর ইসলামের নেতৃত্বে তিন সদস্যের বেঞ্চ রবিবার এ রায় ঘোষণা করেন।

রায় ঘোষণার সময় আসামি আমজাদ হোসেন মোল্লা এজলাসে উপস্থিত ছিলেন। বাকি তিন আসামি ওহাব মোল্লা, মাহতাব বিশ্বাস ও ফসিয়ার রহমান মোল্লা পলাতক।

মুক্তিযুদ্ধের সময় বাঘারপাড়ার চাঁদপুর গ্রামের ডা. নওফেল উদ্দিন বিশ্বাস, ময়েনউদ্দিন ও আয়েনউদ্দিন আয়না অপহরণের পর হত্যার শিকার হন। একই সময়ে মাগুরার শালিখা থানার সীমাখালী বাজার ঘাটের মাঝি রজব আলী বিশ্বাসও হত্যার শিকার হন বলে অভিযোগ পাওয়া যায়।

এসব অভিযোগসহ নির্যাতন, আটকের মতো বিভিন্ন মানবতাবিরোধী অপরাধের চারটি অভিযোগ এনে আমজাদ হোসেন মোল্লা, ওহাব মোল্লা, মাহতাব বিশ্বাস ও ফসিয়ার রহমান মোল্লার নামে মামলা করা হয়।

২০১৬ সালের ৪ এপ্রিল মামলার তদন্ত শুরু হয়। ২০১৮ সালের ১৬ এপ্রিল তদন্ত শেষ হয়। তদন্ত কর্মকর্তাসহ আট সাক্ষী জবানবন্দি দেন। চলতি বছরের গত ১১ মে উভয়পক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শেষে মামলাটি রায়ের জন্য অপেক্ষমাণ রাখা হয়েছিল।

Check Also

যশোর বেনাপোল দিয়ে ভারতে প্রবেশের সময় কলারোয়ার আ’লীগ কাউন্সিলর গ্রেপ্তার

নিজস্ব প্রতিনিধি :- সাতক্ষীরা: যশোরের বেনাপোল স্থলবন্দর দিয়ে ভারতে পালিয়ে যাওয়ার সময় সাতক্ষীরার কলারোয়া পৌরসভার …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।