কুরআন পুড়িয়ে ধর্ম অবমানার প্রতিবাদে পাটকেলঘাটায় বিক্ষাভ কর্মসুচি

সুইডেনে মুসলমানদের পবিত্র ধর্মগ্রন্থ কুরআন শরীফ পুড়িয়ে অবমাননার প্রতিবাদে পাটকেলঘাটায় তৌহিদ জনতার বিক্ষোভ কর্মসুচি পালিত হয়েছে। শুক্রবার বেলা আড়াইটার দিকে পাটকেলঘাটায় প্রায় পাঁচশতাধিক ধর্মপ্রাণ মুসলমানরা বিক্ষােভ মিছিলে অংশ নেয়। এসময় মিছিলটি পাটকেলঘাটা বাজারে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে পাঁচরাস্তা মোড়ে সমবেত হয়। পরে মাও. রেজাউল করিমের সভাপতিত্বে ও মীর ফারুকের পরিচালনায় বিক্ষোভ কর্মসুচি অনুষ্ঠিত হয়। এসময় সেখানে বক্তব্য রাখেন মাও আব্দুল হাকিম ও মানজুর নোমানী। বিক্ষোভকর্মসুচিতে বক্তরা বলেন, প্রত্যেকের তার নিজস্ব ধর্ম পালনের অধিকার রয়েছে। সকল ধর্ম বর্ন শেষে আমরা সবাই মানুষ। কারোর ধর্ম নিয়ে বাড়াবাড়ি করার কোন স্বাধীন রাষ্ট্রের এবং কোন মানুষের নেই। গত ২৮ জুন বুধবার সুইডেনের রাজধানী স্টকহোমের কেন্দ্রীয় মসজিদের সামনে মহাগ্রন্থ আল-কুরআন পুড়িয়ে ধর্ম অবমাননা করেছেন একদল ইসলাম বিরোধী কাফের। তারা যে অপরাধ করেছে তা ক্ষমার অযোগ্য। তারা ইসলামের শত্রু আল্লাহ রসুলের শত্রু। এধরন অপরাধের আমরা তীব্রনিন্দা ও প্রতিবাদ জানাই।

Check Also

সার্বিক গ্রাম উন্নয়ন এর আয়োজনে বিজয় দিবস পালন ও ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠান

নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরায় বিজয় দিবস উপলক্ষে ক্রীড়া প্রতিযোগিতা,পুরুষ্কার বিতারণ ও আলোচনা সভা  অনুষ্ঠিত হয়েছে। …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।