মুন্সিগঞ্জ (শ্যামনগর) প্রতিনিধি \ শ্যামনগর উপজেলার মুন্সীগঞ্জ ও বুড়িগোয়ালিনী এই দুই ইউনিয়নের পানি নিস্কাশনের জন্য এক মাত্র পথ এই গেটটি এখন হুমকির মুখে। গত বৃহস্পতিবার রাতে হটাৎ ধস নেমে বড় ধরনের ছিদ্র হয়েছে গেটের এক পাশে। নদীতে জোয়ারের পানি বৃদ্ধি হওয়ায় উপকূলীয় এলাকা মুন্সীগঞ্জ, নীলডুমুর, নওয়াবেঁকি সংযোগ রাস্তার মাঝে মুন্সীগঞ্জের এই স্লুইচ গেট টি এটি ভেঙে পড়ার সম্ভবনা দেখা দিয়েছে। যার ফলে এ জনপদে আতংক বিরাজ করছে। গেট টি এই মুহুর্তে সংস্কার করা না হলে কয়েকটি ইউনিয়ন নদী জোয়ারের পানি প্রবেশ করে মিষ্টি পানির পুকুর হাজার হাজার চিংড়ির ঘের কৃষি জমি কাঁচা ঘরবাড়ি তলিয়ে যাবে। এ বিষয়ে বুড়িগোয়ালিনী ইউপি প্যানেল চেয়ারম্যান জি. এম আব্দুর রউফ জানান বছরে দুই একবার এই গেট টির বিভিন্ন স্থান ভেঙে যায়, পানি উন্নয়ন বোর্ড মাঝে মাঝে জিআই বস্তা বালি দিয়ে গেটটি সংস্কার করে। এখন বর্ষাকাল হওয়ায় জোয়ার পানি বৃদ্ধি হয়ে গেটটি হটাৎ করে বিভিন্ন স্থানে ভাঙতে শুরু করেছে। স্লুইচগেট টি সংস্কার করতে পানি উন্নয়ন বোর্ড সহ উদ্বোধন কর্তৃপক্ষ জরুরী হস্তক্ষেপ কামনা করছে এলাকাবাসী সহ সুশীল সমাজ।
Check Also
সার্বিক গ্রাম উন্নয়ন এর আয়োজনে বিজয় দিবস পালন ও ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠান
নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরায় বিজয় দিবস উপলক্ষে ক্রীড়া প্রতিযোগিতা,পুরুষ্কার বিতারণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। …