সাতক্ষীরা ডিবির হাতে দেড় হাজার ইয়াবা সহ আটক ১

সাতক্ষীরা  ডিবি পুলিশের  অভিযানে দেড় হাজার ইয়াবাসহ মো. জাহাঙ্গীর আলম নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে। শনিবার  দিবাগত রাতে কলারোয়া উপজেলার গয়ড়া বাজারের চন্দনপুর মাধ্যমিক বিদ্যালয়ের সামনে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। রোববার  তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে  আদালতে হস্তান্তর করা হয়েছে। জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ (ওসি) তারেক ফয়সাল ইবনে আজিজ বিষয়টি নিশ্চিত করেছেন।মো. জাহাঙ্গীর আলম চট্টগ্রাম জেলার গুনাগুরী থানার বাশখালী গ্রামের মৃত মীর আহম্মদের ছেলে।ওসি জানান, কলারোয়া থানা এলাকায় অস্ত্র ও মাদকদ্রব্য উদ্ধার, আইন-শৃঙ্খলা রক্ষা ও সহযোগিতায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে এক হাজার পাঁচশত পিস ইয়াবা ট্যাবলেটসহ মাদক কারবারি মো. জাহাঙ্গীর আলমকে গ্রেফতার করা হয়। যার আনুমানিক বাজার মূল্য ৪ লাখ ৫০ হাজার টাকা।গ্রেফতার  জাহাঙ্গীর আলম বিভিন্ন এলাকা থেকে মাদক সংগ্রহ করে জেলার বিভিন্ন স্থানে সরবরাহ করতেন।

Check Also

আশাশুনিতে রিংবাঁধ নির্মাণ কাজে সেনাবাহিনীর পরিদর্শন ও ত্রাণ বিতরণ

সাতক্ষীরার আশাশুনি উপজেলার আনুলিয়া ইউনিয়নের বিছট গ্রামের ভাঙন পয়েন্টে বিকল্প রিংবাঁধ নির্মাণ কাজ পরিদর্শন করেছেন …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।