সাতক্ষীরার তালা উপজেলার জালালপুর ইউনিয়নের সাতপাখিয়া গ্রামে অতিবৃষ্টিতে সৃষ্ট জলাবদ্ধতায় এক সপ্তাহ ধরে জলাবদ্ধতা দেখা দিয়েছে। তালতলা খাল দিয়ে পানি নিস্কাশিত না হওয়ায় এই জলাবদ্ধতার মূল কারণ বলে অভিযোগ স্থানীয়দের। প্রায় ৬০টি পরিবার জলাবদ্ধতা শিকার হয়ে দুর্ভোগে পড়েছে।
মঙ্গলবার (৪ জুলাই) সকালে উপজেলার জালালপুর ইউনিয়নের সাতপাখিয়া গ্রামে ঘুরে জলাবদ্ধতার এমন চিত্র দেখা গেছে।
সাতপাখিয়া গ্রামে বোরহান সরদার জানান, গত বুধবার থেকে মুষলধারে বৃষ্টি হয় তিনদিন। তালতলা খালদিয়ে পানি নিস্কাশিত না হওয়ায় সৃষ্টি হয় এই জলাবদ্ধতার। আজ সাতদিন হলো আমার বাড়ির আঙিনায় পানি। শুধু আমার বাড়িতে না এমন পানি আরো প্রায় ৬০টি পরিবারে। বাবুর আলী সরদার জানান, জলাবদ্ধতার কারনে আমাদের বাড়ির আঙিনায় পানি সাতদিন বেশি। এতে করে বিশুদ্ধ খাবার পানির সংকট, রান্না-বান্না সমস্যা হচ্ছে। কবির সরদার জানান, তাদের এলকার পানি আগে তালতলা খাল দিয়ে পানি নিস্কাশিত হত। কিন্তু খালে মুখে বাঁধ দিয়ে মাছ চাষ করা জন্য পানি এখন নিস্কাশিত হতে পারে না। একারনে গ্রামে জলাবদ্ধতা দেখা দিয়েছে।
জালালপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এম মফিদুল হক লিটু জানান, টানা বৃষ্টিতে জলাবদ্ধতা শিকার হয়েছে সাতপাখিয়া গ্রামে বেশকিছু পরিবার।