ঘোনা ইউনিয়ন গ্রাম আদালতে হামলা, জড়িতদের গ্রেপ্তারের দাবিতে সংবাদ সম্মেলন

স্টাফ রিপোর্টার: সাতক্ষীরা সদর উপজেলার ঘোনা ইউনিয়ন পরিষদে গ্রাম আদালত চলাকালীন সময়ে ইউপি সদস্যদের উপরে হামলা চেষ্টায় জড়িতদের শাস্তি দাবি করে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৯ জুলাই) দুপুরে ঘোনা ইউনিয়ন পরিষদে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন স্থানীয় ইউপি চেয়ারম্যান আব্দুল কাদের। এসময় পরিষদের সকল ইউপি সদস্যসহ ইউনিয়নের সহস্রাধিক গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

সংবাদ সম্মেলনে ইউপি চেয়ারম্যান আব্দুল কাদের বলেন, গত বৃহস্পতিবার (৬ জুলাই) প্রতি সপ্তাহের ন্যায় ঘোনা ইউনিয়ন পরিষদে গ্রাম্য আদালত বসে। ওইদিন ইউনিয়নের ১ নং ওয়ার্ডের সাদেক আলীর স্ত্রী রেবেকা খাতুন একই এলাকার জিয়ারতুল মোল্ল্যার ছেলের কাছে ৬০ হাজার টাকা পাবে মর্মে দায়েরকৃত একটি কেস্-এর শুনানী ছিলো। তবে শুনানী কার্যক্রম শুরু হওয়ার সাথে সাথে বিচার কার্যক্রমকে পণ্ড করতে জাহাঙ্গীরের সমর্থকরারা হট্টগোল শুরু করে। এসময় উপস্থিত ইউপি সদস্যরা হট্টগোলকারীদের বাইরে যেতে বললে জাহাঙ্গীরসহ তার সমর্থক আব্দুল করিম, বকুল হায়দার, জিয়াদ আলী, মঞ্জুরুল আলম, ওলিউর রহমান, মনিরুল ইসলাম, সজলসহ অজ্ঞাত ২০/৩০জন ব্যক্তি ইউপি চেয়ারম্যানসহ উপস্থিত সকল ইউপি সদস্যদের উপরে হামলা চালায়। পরে সেখানে তাদের কয়েক ঘন্টা অবরুদ্ধ করে রাখা হয়।

এঘটনায় সাতক্ষীরা সদর থানাতে একটি এজাহার দায়ের করা হয়েছে জানিয়ে সংবাদ সম্মেলনে ইউপি চেয়ারম্যান আব্দুল কাদের বলেন, আমিসহ আমার পরিষদের সকল ইউপি সদস্য বর্তমানে নিরাপত্তাহীনতার ভিতরে রয়েছি। ঘটনার পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনলেও বর্তমানে আসামীরা ধোরাছোয়ার বাইরে। তারা বিভিন্নভাবে আমাদেরকে হুমকী-ধামকী দিচ্ছে। এসময়, এঘটনার সুষ্ঠ বিচার ও জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার জন্য প্রশাসনের প্রতি অনুরোধ করেন তিনি।

Check Also

সাতক্ষীরা আলিয়া কামিল মাদ্রাসার হিফজুল কুরআন বিভাগের ৪০ বছর পূর্তি উপলক্ষ্যে আলোচনা সভা, দস্তরবন্দি, সম্মাননা প্রদান ও মিলন মেলা অনুষ্ঠিত

আব্দুল করিম,নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরা আলিয়া কামিল মাদ্রাসার হিফজুল কুরআন বিভাগের ৪০ বছর পূর্তি উপলক্ষ্যে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।