পানির দাম বৃদ্ধির প্রতিবাদে ১২ জুলাই অবস্থান কর্মসূচি

তক্ষীরা পৌরসভার সাপ্লাই পানির বিল অযৌক্তিকভাবে চারগুন বৃদ্ধির প্রতিবাদে সাতক্ষীরা শহরের সঙ্গীতা সিনেমা হলের সামনে, ইটাগাছা হাটের সামনে এবং ওয়াপদা মোড়ে পথসভা অনুষ্ঠিত হয়েছে। সাতক্ষীরা জেলা নাগরিক কমিটির আয়োজনে অনুষ্ঠিত পথসভার বক্তারা আগামী ১২ জুলাই পৌরসভার সামনে অবস্থান কর্মসূচি সফল করার আহবান জানান।

পথসভায় বক্তব্য রাখেন, জেলা নাগরিক কমিটির আহবায়ক এড. শেখ আজাদ হোসেন বেলাল, সিপিবি’র সভাপতি কমরেড আবুল হোসেন, বাংলাদেশ জাসদের সাধারণ সম্পাদক অধ্যাপক ইদ্রিস আলী, জেলা বাসদের নিত্যা নন্দ সরকার, বিপ্লবী ওয়ার্কার্স পাটির সাধারণ সম্পাদক মুনসুর রহমান, ভুমিহীন নেতা আব্দুস সাত্তার, হোসাইন মো. ক্যাপটেন, বায়জিদ হোসেন, আসাদুজ্জামান লাভলু,
মোহাম্মাদ আলী, সাতক্ষীরা জেলা নাগরিক কমিটির যুগ্মসদস্য সচিব আলীনুর খান বাবুল।

পথসভায় বক্তারা বলেন, গণশুণানীর মাধ্যমে নাগরিকদের সাথে আলাপ আলোচনা সাপেক্ষে পৌরসভার যে কোন বিল বৃদ্ধির প্রস্তাবনা স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অনুমোদনের পর তা কার্যকরের বিধান রয়েছে। কিন্তু সাতক্ষীরা পৌরসভা মন্ত্রণালয়ের কোন অনুমোদন না নিয়েই আকর্ষিকভাবে পানির মূল্য চারগুন বৃদ্ধি করেছে। বক্তারা আরো বলেন, ইতোপূর্বে সাতক্ষীরা পৌরসভায় অনুষ্ঠিত গণশুণানীতে উপস্থিত ২৫ জন বক্তার ২৪জনই পানির মূল্য বৃদ্ধির বিরোধীতা করেন।

গণশুণানীতে উপস্থিত নাগরিকগণ অভিযোগ করেন পৌর পানি সরবরাহ শাখার গ্রাহকের অনেকেই বছরের পর বছর পানি না পেয়েও বিল পরিশোধ করে আসছেন। প্রায় অর্ধেক গ্রাহক নিয়মিত পানি পান না। সরবরাহকৃত পানি পান করাতো দুরের কথা তা
ব্যবহার অযোগ্য। তিন-চতুর্থাংশ গ্রাহকের পানির মিটার নেই। মিটার না থাকায় এক ইউনিট বিশিষ্ঠ একটি বাড়ির ৪/৫ সদস্যের একটি পরিবার প্রতিমাসে ২০/২৫ কিউবিক পানি ব্যবহার করে যে বিল পরিশোধ করেন, পাঁচতলা ভবনের ১০ ইউনিট বিশিষ্ঠ একটি ভবনের ১০টি পরিবারের ৪০/৫০ জন সদস্য ২০০/২৫০ কিউবিক পানি ব্যবহার করে ঐ একই বিল পরিশোধ করেন। বক্তারা এসব সমস্যা সমাধানের পর সুপেয় ও ব্যবহারযোগ্য পানির নিয়মিত সরবরাহ নিশ্চিত করে পুনরায় গণশুনানীর
মাধ্যমে বিল বৃদ্ধির বিষয়টি উপস্থাপন করার আহবান জানান। বক্তারা উক্ত দাবীতে আগামী ১২ জুলাই পৌরসভার সামনে অবস্থান কর্মসূচি সফল করার আহবান জানান। প্রেসবিজ্ঞপ্তি

Check Also

সার্বিক গ্রাম উন্নয়ন এর আয়োজনে বিজয় দিবস পালন ও ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠান

নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরায় বিজয় দিবস উপলক্ষে ক্রীড়া প্রতিযোগিতা,পুরুষ্কার বিতারণ ও আলোচনা সভা  অনুষ্ঠিত হয়েছে। …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।