বিশেষ প্রতিনিধি, দেবহাটা:
দেবহাটায় বাল্যবিয়ের আয়োজন করার অপরাধে বাপি বিশ্বাস নামের এক মেয়ের বাবাকে ২০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। মঙ্গলবার গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার উত্তর সখিপুরে ওই মেয়েরে বাবার বাড়িতে আয়োজিত বাল্যবিয়ের অনুষ্ঠানে হানা দিয়ে তা পন্ড করে উপজেলা প্রশাসন। পরে শাস্তি মুলোক ভাবে ওই মেয়ের বাবাকে দেয়া হয় অর্থদ্বন্ড।
উপজেলা মহিলা বিষয়ক অফিস সূত্র জানায়, সম্প্রতি কালিগঞ্জ উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নে এক পাত্রের সাথে অপ্রাপ্ত বয়স্ক মেয়ের বিয়ে পাকাপোক্ত করেন মেয়ের বাবা উত্তর সখিপুরের বাপি বিশ্বাস। মঙ্গলবার দুপুরে মেয়ের বাড়িতে চলছিল বিয়ের তোড়জোড়। খবর পেয়ে চলতি দায়িত্বরত উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী কমিশনার (ভূমি) মো. রিফাতুল ইসলামের নির্দেশে মহিলা বিষয়ক অফিসার নাসরিন জাহানসহ প্রশাসনের একটি দল সেখানে হানা দেন। বাল্যবিয়ের বিষয়টি নিশ্চিতের পর পন্ডহয় বিয়ের যাবতীয় আয়োজন। সাথেসাথে মেয়ের বাবা বাপি বিশ্বাসকে নেয়া হয় নির্বাহী অফিসারের কাছে। এসময় তিনি মোবাইল কোর্ট পরিচালনা করে মেয়ের বাবাকে ২০ হাজার টাকা জরিমানা সহ উপযুক্ত বয়স না হওয়া পর্যন্ত ওই ছেলে মেয়েকে আনুষ্ঠানিকভাবে বিয়ে বা ঘর-সংসার করতে বাধ্য করবেননা মর্মে মুচলেকা করিয়ে নেন।