নিজস্ব প্রতিনিধি : দোয়া ও আলোচনা সভার মধ্য দিয়ে পবিত্র জুমআ’র দিনে সাতক্ষীরা সদরের ১৩নং লাবসা ইউনিয়নের নলকুড়ায় আল আকসা জামে মসজিদ নির্মাণ কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। শুক্রবার (১৪ জুলাই) সকালে নলকুড়া কাসিমুল উলুম মাদ্রাসার সামনে মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি কাজী আবু হেলাল’র সভাপতিত্বে আল আকসা জামে মসজিদ নির্মাণ কাজের উদ্বোধনী অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা কমিউনিটি পুলিশিং ফোরামের সভাপতি বিশিষ্ট সমাজসেবক আলহাজ¦ ডা. আবুল কালাম বাবলা, জাতীয় দৈনিক উত্তর দক্ষিণ পত্রিকার সম্পাদক বিশিষ্ট ব্যবসায়ী ও সাবেক ছাত্র নেতা শেখ ফারুক আহমেদ, সাতক্ষীরা পৌরসভার সহকারি প্রকৌশলী কামরুল আখতার তপু, এসও প্রকৌশলী কামরুজ্জামান শিমুল, মুফতি সাইফুল্লাহ, সদর হাসপাতাল জামে মসজিদের ইমাম ও খতিব মুফতি মুহিবুল্লাহ, মাদরাসাতুছ ছহাবাহ’র শিক্ষক মাওলানা শহিদুল্লাহ, কামালনগর বড় মসজিদের ইমাম ও খতিব হাফেজ মাওলানা মুফতি ইয়াছিন আলম খান, কাসিমুল উলুম মাদরাসার সাধারণ সম্পাদক শেখ রাশিদ আহমেদ, কাসিমুল ইলুম মাদরাসার মুহতামিম মাওলানা ইলিয়াস হুসাইন খান, লাবসা ইউনিয়নের ৬নং ওয়ার্ডের ইউপি সদস্য মো. ফজর আলী, মীর মামুন হাসান, আমানুল হুদা মন্টু, মীর তুহিন হাসান, মীর কায়েস প্রমুখ।
দোয়া ও মোনাজাত পরিচালনা করেন দরগাহ জামে মসজিদের ইমাম হাফেজ মুনায়েম বিল্লাহ। এসময় নলকুড়া কাসিমুল উলুম মাদ্রাসার শিক্ষক ও এলাকার গন্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
Check Also
আশাশুনির খাজরা ইউনিয়নের খালিয়া রাস্তার বেহাল দশা।। বিপত্তিতে শতাধিক পরিবার।।দ্রুত সংস্কার দাবি
এস,এম মোস্তাফিজুর রহমান,আশাশুনি।।আশাশুনি উপজেলার খাজরা ইউনিয়নের ৪নং ওয়ার্ড খালিয়া গ্রামের সানাপাড়ার প্রায় শতাধিক পরিবার একটি …