ইইউ প্রতিনিধি দলের সাথে জামায়াতের বৈঠক

ঢাকা সফরত ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) প্রতিনিধি দলের সাথে বাংলাদেশ জামায়াতে ইসলামির প্রতিনিধি দলের বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৫ জুলাই) বেলা আড়াইটা থেকে সাড়ে ৩টা পর্যন্ত ঢাকার ইউরোপীয় ইউনিয়ন কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

জামায়াত সূত্র জানিয়েছে, এক ঘণ্টার এ বৈঠকে দেশে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন-পূর্ব পরিবেশ, সরকারের অগণতান্ত্রিক আচরণ, বিরোধী দলকে সভা-সমাবেশ ও মত প্রকাশ করতে না দেয়া, নেতৃবৃন্দকে আটক রেখে নির্বাচনে অংশগ্রহণ করতে না দেয়াসহ নিরপেক্ষ অংশগ্রহণমূলক নির্বাচনের জন্য তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার অপরিহার্যতা তুলে ধরা হয়। তারা জামায়াতের যুক্তিপূর্ণ বক্তব্য অত্যন্ত গুরুত্বের সাথে গ্রহণ করেছেন। কূটনৈতিক ভাষায় তারা জামায়াতের বক্তব্যকে সমর্থন করেছেন।

আগামী দিনে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নিরপেক্ষ নির্বাচনের বিষয়ে ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধি দলের সাথে এ বৈঠক গুরুত্বপূর্ন অবদান রাখবে বলে মনে করে জামায়াত।

জামায়াতের নায়েবে আমির ডা: সৈয়দ আব্দুল্লাহ মুহাম্মদ তাহেরের নেতৃত্বে বৈঠকে অংশ নেন দলের ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল মাওলানা এ টি এম মা’ছুম, প্রচার সম্পাদক অ্যাডভোকেট মতিউর রহমান আকন্দ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক অধ্যাপক ড. আ: রব।

উল্লেখ্য, এর আগে আওয়ামী লীগ ও বিএনপির সাথেও বৈঠক করেছে ইইউ প্রতিনিধি দল।

Check Also

ঘোনা ইউনিয়নে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কর্মী সম্মেলন

আবুল হোসেন সদর প্রতিনিধি : ঘোনা ইউনিয়নে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। আজ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।