নিজস্ব প্রতিনিধি:
কালিগঞ্জে নলতায় চুরিকৃত ৭টি সাইকেল সহ শফিকুল ও জাকির নামে দুই চোরকে আটক করে পুলিশের হাতে সোপর্দ করেছে স্থানীয় জনতা।
আটক শফিকুল সরদার(৩৫)শ্যামনগর উপজেলার টেংরাখালি গ্রামের মৃত শামসুর সরদারের ছেলে এবং জাকির সরদার(৫২) কালিগঞ্জ উপজেলার কাশিমপুর গ্রামের আব্দুল বারি সরদারের ছেলে।
১৪ জুলাই (শুক্রবার) সন্ধ্যায় কালিগঞ্জ উপজেলার ০৬নং নলতা ইউনিয়নের মোবারকনগর বাজার থেকে চোর সফিকুল কে আটক করা হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নলতা মোবারক নগর বাজারের মোহাম্মাদীয়া জুয়েলার্স থেকে বেশ কিছুদিন আগে একটি সাইকেল চুরি হয়। সিসি ক্যামেরা ফুটেজ দেখে চোরকে চিহ্নিত করতে পারে স্থানীয়রা এবং চিহ্নত চোর দীর্ঘদিন থেকে নলতা বাজারের বিভিন্ন স্থানে ঘুরাঘুরি করেন বলে অনেকেই নিশ্চিত হন। সেই সুত্র ধরেই মোহাম্মাদীয়া জুয়েলার্সের স্বত্বাধিকারী আব্দুস সামাদ ও তার পুত্র মোঃ আহছান হাবিব নিকটবর্তী কয়েকটি ব্যবসা প্রতিষ্ঠান ও চায়ের দোকানে সিসি ফুটেজ থেকে সংগৃহীত ছবি দিয়ে চোর ধরার পরিকল্পনা করেন। শুক্রবার সন্ধ্যায় চা বিক্রেতা মোঃ ফারুক চোর সফিকুল ইসলাম কে নলতা বাজারে দেখতে পান। চা বিক্রেতা ফারুক কৌশল অবলম্বন করে সফিকুল কে চায়ের দোকানে বসিয়ে রেখে, বাজার কর্তৃপক্ষ ও দোকান মালিকদের কয়েকজনকে খবর দেন। তারা সফিকুল কে দেখে নিশ্চিত হন ব্যক্তিটি আসল সাইকেল চোর এবং সাথে সাথে তাকে আটক করে সাইকেল চুরির বিষয়ে জিজ্ঞাবাদ করলে স্বীকারোক্তি দেয় এবং চোর সফিকুল এর কাছে থাকা বাইসাইকেলটি আটকের ২ ঘণ্টা পূর্বে সাতক্ষীরা শহর থেকে চুরি করে নিয়ে এসেছে বলে জানায়। নলতা মোবারকনগর বাজার কমিটির সভাপতি আনিছুজ্জামান খোকনের জিজ্ঞাসাবাদে চোর সফিকুল তার সহযোগী থলেদার ঘোনা কাসেমপুরের জাকিরের কথা স্বীকার করলে জাকিরের বাড়ি থেকে চুরিকৃত ৭টি সাইকেল উদ্ধার করা হয় এবং জাকির কে আটকে রেখে পুলিশকে খবর দেয় স্থানীয় জনতা। পুলিশ তাদেরকে আটক করে থানায় নিয়ে আসে। কালিগঞ্জ থানা পুলিশ আটক ২ চোরকে শনিবার আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করেছে। চোর ধরার জন্য সিসি ফুটেজ ছবির সাহায্য কৌশল অবলম্বন করায় সাদুবাদ জানিয়েছেন পুলিশ প্রশাসন ও সামাজিক ব্যক্তিবর্গ।