বাংলাদেশ স্কাউটস, খুলনা অঞ্চল এর ৩৪তম বার্ষিক সাধারণ সভা ১৫ জুলাই শনিবার সকাল ১১টায় আঞ্চলিক স্কাউট প্রশিক্ষণ কেন্দ্র, পুলেরহাট, যশোরে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, যশোরের চেয়ারম্যান প্রফেসর ড. মোঃ আহসান হাবীব। স্বাগত বক্তব্য রাখেন বাংলাদেশ স্কাউটস, খুলনা অঞ্চল এর আঞ্চলিক পরিচালক ও সম্পাদক মোহাম্মদ আবুল খায়ের। উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন জাতীয় উপ কমিশনার (এক্সটেনশন স্কাউটিং) মোঃ আবু হান্নান, যুগ্ম সম্পাদক এস এম ফারুক হোসেন। সভায় ২০২১ সালে বাংলাদেশ স্কাউটস এর সর্বো”” অ্যাওয়ার্ড রৌপ্য ব্যাঘ্র প্রাপ্ত হওয়ায় বাংলাদেশ স্কাউটস, যশোর জেলার কমিশনার মোঃ আব্দুর রহমান খান এএলটি কে এবং দ্বিতীয় সর্বোচ্চ অ্যাওয়ার্ড রৌপ্য ইলিশ প্রাপ্ত হওয়ায় বাংলাদেশ স্কাউটস, নড়াইল জেলার সহ-সভাপতি মোঃ আশিকুর রহমান মিকু কে সংবর্ধনা প্রদান করা হয়। ২০২০ সালে প্রেসিডেন্ট‘স স্কাউট অ্যাওয়ার্ড প্রাপ্তিতে সহায়তাদানকারী ইউনিট লিডারগণ, ২০২১ সালে শাপলা কাব অ্যাওয়ার্ড প্রাপ্তিতে সহায়দানকারী ইউনিট লিডারগণের সংবর্ধনা প্রদান করা হয়। ২০২২ সালে এবং ২০২৩ সালে জাতীয় পর্যায়ে প্রতিভা অন্বেষণ প্রতিযোগিতায় মেধাবী কাব ও স্কাউটদের সংবর্ধনা প্রদান করা হয়। দ্বিতীয় পর্বে কাউন্সিল সভায় বাংলাদেশ স্কাউটস, খুলনা অঞ্চলের আগামী ১ বছরের জন্য ৫ সদস্য বিশিষ্ট অভ্যন্তরীণ নীরিক্ষা কমিটি গঠিত হয়। এতে ৯২ জন কাউন্সিলরের মধ্যে ৬২ জন কাউন্সিলর উপস্থিত ছিলেন। কাউন্সিল সভায় বাংলাদেশ স্কাউটস খুলনা অঞ্চলের ২০২৩-২০২৪ অর্থ বছরের বাজেট অনুমোদন করা হয়।
Check Also
যশোর বেনাপোল দিয়ে ভারতে প্রবেশের সময় কলারোয়ার আ’লীগ কাউন্সিলর গ্রেপ্তার
নিজস্ব প্রতিনিধি :- সাতক্ষীরা: যশোরের বেনাপোল স্থলবন্দর দিয়ে ভারতে পালিয়ে যাওয়ার সময় সাতক্ষীরার কলারোয়া পৌরসভার …