শ্যামনগরে কাঁঠালবাড়িয়া এ.জি মাধ্যমিক বিদ্যালয়ের নব নির্মিত ভবনের শুভ উদ্বোধন

সুলতান শাহাজান, শ্যামনগর:
বে-সরকারি মাধ্যমিক বিদ্যালয় সমূহের উন্নয়ন প্রকল্পের আওতায় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার উপহার কাঠালবাড়িয়া এ.জি মাধ্যমিক বিদ্যালয়ের নব-নির্মিত ৫ কোটি ১৫ লক্ষ টাকা ব্যায়ে ৫ম তলা সাইক্লোন সেল্টার কাম একাডেমিক ভবনের নির্মান কাজ শেষে উদ্বোধন করা হয়েছে।
রবিবার (১৬ জুলাই) বেলা সাড়ে ১১টার সময় উপজেলার কাশিমাড়ী ইউনিয়নের কাঁঠালবড়ী এ.জি মাধ্যমিক বিদ্যালয়ের নব-নির্মিত ৫ তলা ভবনের উদ্বোধন করেন সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য এস.এম জগলুল হায়দার।
উদ্বোধন অনুষ্ঠানে বিদ্যালয়ের প্রধান শিক্ষক আজহারুল ইসলামের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- শ্যামনগর উপজেলা পরিষদের চেয়ারম্যান এস.এম আতাউল হক দোলন, জেলা সহকারী প্রকৌশলী (শিক্ষা) হাসিব শেখ, উপসহকারী প্রকৌশলী আসাদুজ্জামান খান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান প্রভাষক সাঈদ উজ-জামান সাঈদ, শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের সভাপতি আলহাজ্ব জি.এম আকবর কবীর, নকিপুর পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কৃষ্ণানন্দ মূখার্জী, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা রফিজ মিয়া, নকিপুর সরকারী পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ড. আব্দুল মান্নান, হায়বাতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক স্বপন মূখার্জী, শ্যামনগর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা দেবী রঞ্জন মন্ডল।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- বীর মুক্তিযোদ্ধা ডা: মুজিবর রহমান, বীর মুক্তিযোদ্ধা মাষ্টার নজরুল ইসলাম, কাশিমাড়ী ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব শমশের ঢালী, সাধারন সম্পাদক আবুল হোসেন, রমজাননগর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক বাবু পতিত পাবন মন্ডল, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি একরামূল হক লায়েস, উপজেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক মাহবুব বাবু, উপজেলা শ্রমিকলীগের সাধারন সম্পাদক গোলাম মোস্তফা, ঠিকাদার কল্যান সমিতির সভাপতি আলহাজ্ব আবুল বাসার, শিক্ষক পরিমল কর্মকার, শিক্ষক আব্দুল্যাহ সিদ্দিক, যুবনেতা এস.এম ফেরদাউস হায়দার, ইউপি সদস্য মিজানুর রহমান প্রমূখ।
Please follow and like us:

Check Also

ট্র্যাপে ফেলে রাফায় ১৫ ইসরাইলী সেনাকে হত্যার দাবি হামাসের

ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাসের সামরিক বাহিনী-ইজ্জাদ্দিন আল-কাসসাম ব্রিগেড গাজা উপত্যকার সর্বদক্ষিণের শহর রাফায় ১৫ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।