গাবুরার সোরা গ্রামে পানী বন্দী প্রায় শতাধিক পরিবার

উপকূলীয় প্রতিনিধি: শ্যামনগর উপজেলার গাবুরা ইউনিয়নের ৯নং ওয়াড সোরা গ্রামে বর্ষার পানি বন্দী প্রায় শতাধিক পরিবার । বর্ষার মৌসুম শুরু হলেই এলাকাবাসী পড়েন ভোগান্তিতে ।প্রতিবছর বর্ষার মৌসুমে বন্যার পানিতে ডুবে থাকে এলাকাটি এমনকি পানি সরানোর জন্য নেই কোন কালর্ভাট ।

স্থানীয়রা বলেন প্রতিবছর বর্ষার পানিতে ডুবে থাকায় আমাদের চলাচলের যেমন অসুভিধা হচ্ছে আমাদের বাচ্ছাদের পড়া-শুনার ও অসুভিধা হচ্ছে ঠিক একই ভাবে প্রতিবছর আমাদের নষ্ট হয়ে যাচ্ছে লক্ষ লক্ষ টাকার ফসল।

৯নং ওয়ার্ডের ইউ,পি সদস্য মোঃ মুনঞ্জুর হোসন বলেন, বর্ষার পানি সরানো জন্য প্রথমে আমাদের খাল খনন করতে হবে যেটার জন্য আমাদের বর্তামন ইউনিয়ন পরিষদ থেকে কোন বাজেট নেই পরবর্তীতে বাজেট আসলে আমরা খাল খনন করে পানি সরানোর ব্যবস্থা করব ।

গাবুরা ইউনিয়নের চেয়ারম্যান জি,এম মাছুদুল আলম বলেন আমরা ইতি পূর্বে ৯নং সোরায় একটি কালর্ভাট নির্মান করেছি কিন্তু পানি সরানোর জন্য যে খাল খনন করতে হবে সেটার জন্য আমাদের বর্তমানে উপর-মহল থেকে কোন বাজেট নেই পরবর্তীতে বাজেট আসলে আমরা খাল খনন করে পানি সরানোর ব্যবস্থা করে দিবো।

Check Also

কুমিল্লা ও ফরিদপুরকে বিভাগ করার সুপারিশ দেবে জনপ্রশাসন সংস্কার কমিশন

কুমিল্লা ও ফরিদপুরকে বিভাগ করার সুপারিশ করতে যাচ্ছে জনপ্রশাসন সংস্কার কমিশন। মঙ্গলবার (১৭ ডিসেম্বর) সচিবালয় …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।