স্টাফ রিপোটার: শিক্ষা প্রতিষ্ঠান সরকারিকরণের দাবিতে সাতক্ষীরায় সমাবেশ করেছে মাদ্রাসা শিক্ষক সংগঠন বাংলাদেশ জমিয়াতুল মোদার্রেছীন। বুধবার (১৯ জুলাই) বেলা ১১টায় সাতক্ষীরা আয়েনউদ্দীন মহিলা আলিম মাদ্রাসার হল রুমে সদর উপজেলা জমিয়াতুল মোদার্রেছীন এর আয়োজন করে। সংগঠনের সদর উপজেলা শাখার সভাপতি অধ্যক্ষ মাওলানা রুহুল আমিন’র সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় জেলা জমিয়াতুল মোদার্রেছীন’র সেক্রেটারী অধ্যক্ষ মাওলানা মো. আলতাফ হোসেন প্রধান অতিথির বক্তব্য রাখেন। অনুষ্ঠানে সুপার মাওলানা মো. আব্দুল লতিফ, সদর উপজেলা জমিয়াতুল মোদার্রেছীন এর সাংগঠনিক সম্পাদক সুপার মো. আব্দুল্লাহ, অধ্যক্ষ মোতাসিম বিল্লাহসহ অর্ধশতাধীক মাদ্রাসার প্রধানগণ উপস্থিত ছিলেন। সভায় শিক্ষা সরকারিকরণ, আন্দোলনরত শিক্ষকদের উপর পুলিশি হামলার নিন্দা এবং শিক্ষার সুষম উন্নয়নে সকল বৈষম্য দূর করার দাবি জানানো হয়। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন সদর উপজেলা জমিয়াতুল মোদার্রেছীন এর সেক্রেটারী মাওলানা মো. জালাল উদ্দীন।
আবু সাইদ বিশ^াস
Check Also
আশাশুনির খাজরা ইউনিয়নের খালিয়া রাস্তার বেহাল দশা।। বিপত্তিতে শতাধিক পরিবার।।দ্রুত সংস্কার দাবি
এস,এম মোস্তাফিজুর রহমান,আশাশুনি।।আশাশুনি উপজেলার খাজরা ইউনিয়নের ৪নং ওয়ার্ড খালিয়া গ্রামের সানাপাড়ার প্রায় শতাধিক পরিবার একটি …