শাহ জাহান আলী মিটন, শহর প্রতিনিধিঃ
সাতক্ষীরা শহর সমাজসেবা অফিসের আয়োজনে অনগ্রসর জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন কর্মসূচির আওতায় দক্ষতা বৃদ্ধিমুলক ২৫ দিন ব্যাপী প্রশিক্ষণের উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার ১৮ ই জুলাই বেলা ১১ টায় সাতক্ষীরা শহর সমাজসেবা অফিস হল রুমে প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক সন্তোষ কুমার নাথ।
শহর সমাজসেবা অফিসার মিজানুর রহমান’র সভাপতিত্বে এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা তথ্য অফিসার মোঃ জাহারুল ইসলাম টুটুল, জেলা সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ রোকনুজ্জামান, প্রশিক্ষক ডা. আব্দুর রাজ্জাক।
২৫ দিন ব্যাপী উক্ত প্রশিক্ষণ কর্মশালায় জেলা ব্যাপী ৪০ জনকে পশু ও হাঁস মুরগী পালনে দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে এ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।