সাতক্ষীরায় জাতীয় শিশু পুরস্কার প্রতিযোগিতা ও সনদ বিতারন

শাহ জাহান আলী মিটন, শহর প্রতিনিধিঃ”শিশুদের কল্যাণে আমরা সবাই, শিশুরা থাকুক হাসিতে,শিশুরা থাকুক খুশিতে ” স্লোগানে সাতক্ষীরায় জেলা পর্যায়ে জাতীয় শিশু পুরস্কার প্রতিযোগিতা ২০২২ উপলক্ষে শিক্ষা, সাংস্কৃতিক, ক্রীড়া বিষয়ক প্রতিযোগিতা ও সনদপত্র বিতরণ অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসন ও বাংলাদেশ শিশু একাডেমি সাতক্ষীরার আয়োজনে মঙ্গলবার ১৮ ই জুলাই বিকাল ৩ টায় জেলা শিল্প কলা একাডেমি মিলনায়তনে সাতক্ষীরা জেলা শিশু বিষয়ক কর্মকর্তা সাধন কুমার দাস’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে সনদ বিতরণ করেন অতিরিক্ত জেলা প্রশাসক ( সার্বিক) শেখ মঈনুল ইসলাম মঈন।

এ সময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা শিল্প কলা একাডেমির কালচারাল অফিসার ফাইজা হোসেন অন্বেষা, সম্মিলিত সাংস্কৃতিক জোট সাতক্ষীরা জেলা শাখার সভাপতি আবু আফফান (রোজ বাবু), জেলা শিল্প কলা একাডেমির সাধারণ সম্পাদক শেখ মোসফিকুর রহমান মিল্টন।

২ দিন ব্যাপী জাতীয় শিশু পুরস্কার প্রতিযোগিতার ১ম দিনে ২০২২ সালের জেলা ব্যাপী প্রতিযোগিতায় চিত্রাংকন, কুঠির শিল্প, নৃত্য উচ্চাঙ্গ, নৃত্য সাধারণ, নৃত্য, রবীন্দ্র সংগীত,নজরুল সংগীত, ছড়া গান,দেশত্ববোধক, ভাবসংগীত, লোক সংগীত, তবলা,যন্ত্র সংগীত, বঙ্গবন্ধুকে জানো- বাংলাদেশকে জানো,আবৃতি, অভিনয়, গল্প বলা,উপস্থিত বক্তৃতা, কেরাত,হামদ-নাত ও ক্রীড়া বিষয়ক প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে সনদপত্র প্রদান করেন প্রধান অতিথি অতিরিক্ত জেলা প্রশাসক শেখ মঈনুল ইসলাম মঈন।

সমগ্র অনুষ্ঠান সঞ্চালন করেন বাংলাদেশ শিশু একাডেমি সাতক্ষীরার লাইব্রেরীয়ান শেখ রফিকুল ইসলাম।

উল্লেখ্যঃ আজ ১৯ ই জুলাই জাতীয় শিশু পুরস্কার প্রতিযোগিতার ২য় দিনে ২০২৩ সালের প্রতিযোগিতা ও সনদপত্র বিতারন অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।

ক্যাপশনঃ সাতক্ষীরায় জাতীয় শিশু পুরস্কার প্রতিযোগিতায় প্রধান অতিথির কাছ থেকে সনদপত্র গ্রহন করছেন অহনা বণিক গল্প।

Check Also

সার্বিক গ্রাম উন্নয়ন এর আয়োজনে বিজয় দিবস পালন ও ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠান

নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরায় বিজয় দিবস উপলক্ষে ক্রীড়া প্রতিযোগিতা,পুরুষ্কার বিতারণ ও আলোচনা সভা  অনুষ্ঠিত হয়েছে। …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।