পৌর ৫নং ওয়ার্ডে আসাদুজ্জামান বাবুর মতবিনিময় সভা

স্টাফ রিপোটারঃআওয়ামী লীগ সরকারের উন্নয়নের বার্তা ও ভবিষ্যৎ উন্নয়ন ভাবনা তৃণমূল জনগণের কাছে পৌঁছে দিতে গ্রামে গ্রামে গণসংযোগ ও মতবিনিময় সভা অব্যাহত রেখেছেন সাতক্ষীরা সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আ’লীগের যুগ্ম- সাধারণ সম্পাদক আলহাজ্ব মো. আসাদুজ্জামান বাবু।
রবিবার (২৩ জুলাই) বিকালে সাতক্ষীরা পৌরসভার ৫ নং ওয়ার্ডে মেঝমিয়ার মোড় এলাকায় আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সাধারণ জনগণকে বর্তমান জনকল্যাণমুখী সরকারের বিভিন্ন উন্নয়ন বার্তা পৌছে দিতে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। ৫ নং ওয়ার্ড আ’লীগের সভাপতি আতিয়ার রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় সদর উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক শাহ্জাহান আলী, এড মিজানুর রহমান পিপি, হুমায়ুন কবির খোকন, রবিউল ইসলাম, আব্দুল হাকিমসহ অনেকে বক্তব্য রাখেন।
আসাদুজ্জামান বাবুব বলেন, তার সরকার
গ্রাম বাংলার দুঃস্থ, ভূমিহীন, অনগ্রসর ও সচেতন বেকার জনযোষ্ঠীসহ সকল স্তরের মানুষের মৌলিখ চাহিদা, অধিকার, দায়িত্ব ও কর্তব্য সম্পর্কে জাগ্রত করে বিশেষ সাংগঠনিক কাঠামোর ভিত্তিতে তাদের মানবিক, সামাজিক, অর্থনৈতিক ও সাংস্বৃতিক উন্নয়ন সাধন করে যাচ্ছে।

Check Also

সার্বিক গ্রাম উন্নয়ন এর আয়োজনে বিজয় দিবস পালন ও ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠান

নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরায় বিজয় দিবস উপলক্ষে ক্রীড়া প্রতিযোগিতা,পুরুষ্কার বিতারণ ও আলোচনা সভা  অনুষ্ঠিত হয়েছে। …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।