আমলা থেকে রাজনীতির মাঠে সাজ্জাদুল হাসান: নেত্রকোনা-৪ আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতে যাচ্ছেন

নেত্রকোনা-৪ (মদন-মোহনগঞ্জ-খালিয়াজুরি) সংসদীয় উপনির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতে যাচ্ছেন সাবেক জ্যেষ্ঠ সচিব সাজ্জাদুল হাসান। তিনি ছাড়া আর কেউ মনোনয়নপত্র দাখিল করেননি। মনোনয়নপত্র যাচাই শেষে আগামীকাল মঙ্গলবার তাঁকে আনুষ্ঠানিকভাবে বিজয়ী ঘোষণা করা হতে পারে বলে জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে।

জেলা নির্বাচন কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা গােলাম মোস্তফা আজ সোমবার বিকেল পাঁচটার দিকে প্রথম আলোকে বলেন, ‘এই আসনের উপনির্বাচনে একমাত্র আওয়ামী লীগের প্রার্থী সাজ্জাদুল হাসান মনোনয়নপত্র দাখিল করেন। তিনি ছাড়া আর কেউ প্রার্থী না থাকায় প্রতীক বরাদ্দের প্রয়োজন হচ্ছে না। মঙ্গলবার বেলা ১১টার দিকে মনোনয়নপত্র যাচাই–বাছাই করা হবে। বাছাইয়ে টিকে গেলে তাঁকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করা হবে।’

আরও পড়ুন

আমলা থেকে রাজনীতির মাঠে সাজ্জাদুল হাসান

নেত্রকোনা-৪ আসনে আওয়ামী লীগের প্রার্থী সাজ্জাদুল হাসানস্থানীয় বাসিন্দা ও দলীয় নেতা-কর্মীদের সঙ্গে কথা বলে জানা গেছে, স্বাধীনতার পর থেকে নেত্রকোনা-৪ আসনে আওয়ামী লীগের সংসদ সদস্য ছিলেন আবদুল মমিন ও তাঁর স্ত্রী রেবেকা মমিন। ১১ জুলাই রেবেকা মমিন মারা যান। তাঁর মৃত্যুতে শূন্য আসনটিতে উপনির্বাচন নির্ধারণ করে তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। উপনির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে মনোনয়ন দেওয়া হয় সাজ্জাদুল হাসানকে।

এই আসনে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পেতে ফরম কিনেছিলেন আরও আটজন। তাঁদের মধ্যে অন্যতম নব্বইয়ের ছাত্র আন্দোলনের অন্যতম নেতা শফি আহম্মেদ, মোহনগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. শহিদ ইকবাল, কেন্দ্রীয় আওয়ামী লীগের উপকমিটির সদস্য বীর মুক্তিযোদ্ধা মমতাজ হুসেন চৌধুরী ছিলে

স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, সাজ্জাদুল হাসানের বাবা প্রয়াত চিকিৎসক আখলাকুল হোসাইন গণ পরিষদ সদস্য ও মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ছিলেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার একান্ত সচিবের (পিএস-১) দায়িত্ব গ্রহণের পরই সাজ্জাদুল হাসান নেত্রকোনায় আলোচনায় আসেন। নেত্রকোনায় শেখ হাসিনা বিশ্ববিদ্যালয়, মেডিকেল কলেজ, মোহনগঞ্জে শহীদ স্মৃতি কলেজ প্রতিষ্ঠা, মোহনগঞ্জ কলেজকে জাতীয়করণ, শিয়ালজানি খাল খনন, মোহনগঞ্জ এক্সপ্রেস আন্তনগর ট্রেন চালু, হাইজদা বাঁধ, শৈলজা রঞ্জন সাংস্কৃতিক একাডেমি, উকিল মুন্সী সাংস্কৃতিক কেন্দ্র, মোহনগঞ্জ পৌরসভায় বিভিন্ন উন্নয়ন প্রকল্প, আদর্শনগর পর্যটনকেন্দ্র, জেলা প্রেসক্লাব ও জেলা বারের বহুতল ভবন নির্মাণের বিষয়ে তাঁর অবদান আছে।

ঘোষিত তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ সময় ছিল আজ ২৪ জুলাই। মনোনয়নপত্র বাছাই হবে আগামীকাল মঙ্গলবার ২৫ জুলাই আর প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ছিল ৩১ জুলাই। ভোট গ্রহণের তারিখ ছিল আগামী ২ সেপ্টেম্বর। কিন্তু আওয়ামী লীগের প্রার্থী সাজ্জাদুল হাসান ছাড়া ওই পদে আর কেউ মনোনয়নপত্র দাখিল না করায় এই নির্বাচনে ভোট গ্রহণের প্রয়োজন পড়ছে না।

নেত্রকোনা–৪ আসনে নৌকার প্রার্থী সাবেক সচিব সাজ্জাদুল হাসান

সাবেক জ্যেষ্ঠ সচিব সাজ্জাদুল হাসান

মদন, মোহনগঞ্জ ও খালিয়াজুরি নিয়ে গঠিত আসনটিতে মোট ভোটার সংখ্যা ৩ লাখ ৪৮ হাজার ৪৬৭ জন। এর মধ্যে মদনে পুরুষ ভোটার ৬৫ হাজার ৫৭০ জন, নারী ভোটার সংখ্যা ৬৬ হাজার ৫৯০ জন, মোহনগঞ্জে পুরুষ ভোটার ৭২ হাজার ৪২৭ ও নারী ভোটার ৭২ হাজার ১৯ জন আর খালিয়াজুরিতে পুরুষ ভোটার রয়েছেন ৩৮ হাজার ১০২ জন ও নারী ভোটার সংখ্যা ৩৬ হাজার ৭৪৭ জন। তৃতীয় লিঙ্গের ভোটার আছেন ১২ জন।

Check Also

সার্বিক গ্রাম উন্নয়ন এর আয়োজনে বিজয় দিবস পালন ও ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠান

নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরায় বিজয় দিবস উপলক্ষে ক্রীড়া প্রতিযোগিতা,পুরুষ্কার বিতারণ ও আলোচনা সভা  অনুষ্ঠিত হয়েছে। …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।