প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকির মামলায় রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক আবু সাঈদ ওরফে চাঁদের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন সাতক্ষীরার আদালত। আজ মঙ্গলবার অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট জিয়ারুল ইসলাম দীর্ঘ শুনানি শেষে তাঁর দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।
এর আগে বেলা ১১টার দিকে সাতক্ষীরা জেলা কারাগার থেকে বিএনপির নেতা আবু সাঈদকে আদালতে আনা হয়। এরপর মামলার তদন্তকারী কর্মকর্তা পরিদর্শক ইকবাল হোসেন তাঁর বিরুদ্ধে পাঁচ দিনের রিমান্ডের আবেদন করেন। আদালত তাঁর দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন। বাদীপক্ষে মামলাটি পরিচালনা করেন তামিম আহমেদ। আসামিপক্ষে ছিলেন আইনজীবী এস এম আকবর আলী ও কামরুজ্জামান।
প্রধানমন্ত্রীকে হত্যার হুমকির মামলায় রাজশাহীর বিএনপি নেতা সাতক্ষীরার কারাগারে
আদালতের সরকারি কৌঁসুলি আবদুল লতিফ প্রথম আলোকে বলেন, ১৯ মে রাজশাহীর পুঠিয়ায় জনসভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকি দেন বিএনপি নেতা আবু সাঈদ। এ ঘটনায় তাঁর বিরুদ্ধে ২৫ মে সাতক্ষীরার ১ নম্বর আমলি আদালতে মামলা করেন জেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক সহসভাপতি ও সহকারী সরকারি কৌঁসুলি (এপিপি) সাইদুজ্জামান। আদালত মামলাটি এজাহার হিসেবে গ্রহণ করার আদেশ দিলে ২৮ মে সদর থানায় মামলাটি নথিভুক্ত হয়। এর আগে রাজশাহীতে করা অন্য মামলায় গ্রেপ্তার ছিলেন তিনি। ২২ জুলাই তাঁকে সাতক্ষীরায় আনা হয়। ২৩ জুলাই তাঁকে গ্রেপ্তার দেখানো হয়।
রাজশাহীর পুঠিয়ার শিবপুর হাট উচ্চবিদ্যালয় মাঠে ১৯ মে বিকেলে রাজশাহী জেলা ও মহানগর বিএনপির আয়োজনে একটি সমাবেশ হয়। ওই সমাবেশে সভাপতিত্ব করেন জেলা বিএনপির আহ্বায়ক আবু সাঈদ। সেখানে তাঁর দেওয়া বক্তব্য নিয়ে আপত্তি জানান আওয়ামী লীগের নেতা-কর্মীরা। পরে প্রধানমন্ত্রীকে ‘হত্যার হুমকি’ দেওয়ার অভিযোগে বিএনপি নেতা আবু সাঈদের বিরুদ্ধে দেশের বিভিন্ন এলাকায় মামলা হয়।