তালায় অনলাইন জুয়াসহ সচেতনতামূলক সমাবেশ অনুষ্ঠিত

সেলিম হায়দার :সাতক্ষীরার তালায় অনলাইন জুয়া বাল্য বিবাহ,মাদক কিশোর অপরাধ,ইভটিজিং ও চুরি প্রতিরোধ এবং জম্ম ও মৃত্যু নিবন্ধন শতভাগ অনলাইন নিশ্চিতকরণের লক্ষ্যে সচেতনতামূলক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার বিকালে খলিলনগর  হাই স্কুল হলরুমে ১২নং খলিলনগর ইউনিয়ন পরিষদ আয়োজনে সমাবেশ অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন খলিলনগর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান প্রভাষক প্রণব ঘোষ বাবলু।
সমাবেশ প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আফিয়া শারমিন। ইউপি সদস্য মেহেদী হাসানের পরিচালনায় বক্তব্য রাখেন ইউপি সদস্য লিয়াকত হোসেন,আওরঙ্গজেব প্রমূখ
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তালা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চৌধুরী রেজাউল করিম, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাজমুল নাহার।
সমাবেশে অতিথিরা বক্তব্য বলেন, সা¤প্রতিক কালে খলিলনগর ইউনিয়নসহ তালা উপজেলায় চুরি, অনলাইন জুয়া মাদকের প্রবণতা বৃদ্ধি পেয়েছে। উদ্ধেগ জনক ভাবে কিশোররাও বিভিন্ন অপরাধে জড়িত হচ্ছে। এ সব অপরাধ দমনে এবং যুব অবক্ষয় রোধে পুলিশের তৎপরতার পাশাপাশি সামাজিক আন্দোলন গড়ে তোলা প্রয়োজন। জনগণ কে সচেতন করতে পারলে অনলাইন জুয়া বাল্যবিবাহ ইভটিজিং চুরি মাদকের মতো অপরাধ সমূহ দমন ও নিয়ন্ত্রণ করা সম্ভব। সে লক্ষ্যে উপজেলা প্রশাসন ও খলিলনগর ইউনিয়ন পরিষদ দল মত র্নিবিশেষে সকল জনগণকে ঐক্যবদ্ধ করে সচেতনা মূলক কর্মসূচিপালন করছে।

Please follow and like us:

Check Also

সাতক্ষীরায় প্রতিবেশগত সংকটাপন্ন এলাকা (ইসিএ) ব্যবস্থাপনা বিধিমালা, ২০১৬ বাস্তবায়ন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধি : প্রতিবেশগত সংকটাপন্ন এলাকা (ইসিএ) ব্যবস্থাপনা বিধিমালা, ২০১৬ বাস্তবায়ন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।