জমকালো আয়োজনে সাতক্ষীরায় আজকের পত্রিকার দ্বিতীয় প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

সেলিম হায়দার ::জমকালো আয়োজনে সাতক্ষীরায় দৈনিক আজকের পত্রিকার দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। আয়োজনের মধ্যে ছিল র‌্যালি, আলোচনা সভা ও কেককাটা। বৃহস্পতিবার বেলা ১১টায় নবারুণ মোড়স্থ সাতক্ষীরা সাংবাদিক কেন্দ্রে আলোচনা সভা ও কেক কাটা হয়। পরে সাতক্ষীরা-আশাশুনি সড়কে র‌্যালি বের হয়। সমগ্র আয়োজনে শিক্ষক, সাংবাদিক, এনজিও ব্যক্তিত্বসহ বিভিন্ন শ্রেণিপেশার বিপুল সংখ্যক ব্যক্তি উপস্থিত ছিলেন।

সাতক্ষীরা প্রেসক্লাবের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ আবু আহমেদের সভাপতিত্বে ও আজকের পত্রিকার সাতক্ষীরা প্রতিনিধি আবুল কাসেমের সঞ্চালনায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সাবেক সভাপতি এড. আবুল কালাম আজাদ, ইনকিলাবের স্টাফ রিপোর্টার বীর মুক্তিযোদ্ধা আব্দুল ওয়াজেদ কচি, সাংবাদিক ড. দিলীপ দেব, সূর্যের আলোর সম্পাদক ওয়ারেশ খাঁন চৌধুরী পল্টু, সাতক্ষীরা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক আব্দুল বারী, বে-সরকারি সংস্থা স্বদেশ’র পরিচালক মাধব দত্ত, প্রধান শিক্ষক আব্দুল মালেক, সাংবাদিক কাজী শওকত হোসেন ময়না, রঘুনাথ খাঁ, ফারুক রহমান, রবিউল ইসলাম, সৈয়দ রফিকুল ইসলাম শাওন, আব্দুস সামাদ, আহসানুর রহমান রাজীব, আশরাফুল ইসলাম খোকন, আমিরুজ্জামান বাবু, ইব্রাহিম খলিল, চন্দন চৌধুরী, রাহাত রাজা, আলতাফ বাবু, জাহিদুর রহমান, হাবিবুল হাসান, ফরহাদ হোসেন, আলী হুসাইন, ্ইব্রাহিম হোসেন, দৈনিক আজকের পত্রিকার তালা প্রতিনিধি সেলিম হায়দার, পাটকেলঘাটা প্রতিনিধি শিক্ষক মজিবর রহমান, কলারোয়া প্রতিনিধি ফারুক হোসেন রাজ প্রমুখ।

বক্তারা বলেন, মাত্র ২ বছরে আজকের পত্রিকা পাঠক হৃদয়ে জায়গা করে নিতে পেরেছে। হাজারো পত্রিকার ভিড়ে পত্রিকাটি স্বকীয়তা বজায় রেখে পথ চলছে। বস্তুনিষ্ট সংবাদ পরিবেশনার মাধ্যমে আরও এগিয়ে যাবে আজকের পত্রিকা, এ প্রত্যাশা করেন বক্তারা।

আলোচনা সভা শেষে পত্রিকাটির জন্মদিনের কেক কাটা হয়। পরে র‌্যালি অনুষ্ঠিত হয় সাতক্ষীরা-আশাশুনি সড়কের নবারুণ মোড়ে।

Check Also

আশাশুনির খাজরা ইউনিয়নের খালিয়া রাস্তার বেহাল দশা।। বিপত্তিতে শতাধিক পরিবার।।দ্রুত সংস্কার দাবি 

এস,এম মোস্তাফিজুর রহমান,আশাশুনি।।আশাশুনি উপজেলার খাজরা ইউনিয়নের ৪নং ওয়ার্ড খালিয়া গ্রামের সানাপাড়ার প্রায় শতাধিক পরিবার একটি …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।