স্টাফ রিপোর্টার ঃ সাতক্ষীরা পৌরসভার সাপ্লাই পানির ব্যবস্থা সচল রাখতে মূল্য নির্ধারনের জন্য সম্মানিত নাগরিক বৃন্দের সাথে পৌর কর্তৃপক্ষের মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সকাল ১০টায় পৌরসভা কার্যালয়ে পৌরসভার আয়োজনে প্যানেল মেয়র কাজী ফিরোজ হাসানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন সাতক্ষীরা সদর আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। এসময় তিনি বলেন, সাতক্ষীরা পৌরসভা একটি পুরাতন পৌরসভা। এই পৌরসভাকে নান্দনিকভাবে গড়ে তুলতে হবে। জার্মানী অর্গানাইজেন পৌরসভাকে সুন্দর করে গড়ে তোলার জন্য একটি বড় অনুদান দিয়েছে। সেটাকে বাস্তবে কাজে লাগিয়ে পৌরসভার চিত্র পাল্টাতে হবে। পৌরসভার কাউন্সিলররা কর্মঠ ও শিক্ষিত। পৌরসভার উন্নয়নে মেয়র ও কাউন্সিলরদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। সকলের সম্মিলিত প্রচেষ্টায় সাতক্ষীরা পৌরসভাকে সিটি কর্পোরেশন বানাতে হবে। যাহারা সুপীয় পানি পাচ্ছেনা পৌরকর্তৃপক্ষ সরেজমিন দেখভাল করে তাদেরকে সুপীয় পানির ব্যবস্থা করতে হবে। পানির বিল সর্বসম্মতিক্রমে সহনীয় পর্যায়ে রাখার জন্য ২০০ টাকা নির্ধারন করা হইল। আমন্ত্রিত অতিথি হিসাবে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন জেলা নাগরিক অধিকার ও উন্নয়ন সমন্বয় কমিটির সভাপতি ও দৃষ্টিপাত সম্পাদক জিএম নূর ইসলাম, সিনিয়র সহ সভাপতি বিশিষ্ট সমাজ সেবক আলহাজ্ব ডা: আবুল কালাম বাবলা, অধ্যাপক মোজাম্মেল হোসেন। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন সুধাংশু শেখর, জেলা নাগরিক অধিকার ও উন্নয়ন সমন্বয় কমিটির সহসভাপতি আব্দুর রব ওয়ার্ছি, অধ্যাপক নুর মুহাম্মাদ পাড়, আমিনুল হক, শিক্ষক শফিক, নুরুল হক, মোহাম্মাদ আলী, মুছা করিম, কাউন্সিলর অনিমা রানী মন্ডল, কাউন্সিলর কায়সারুজ্জামান হিমেল, আইনূল ইসলাম নান্টা, শেখ জাহাঙ্গীর হোসেন কালু, শেখ শফিক-উদ-দৌলা সাগর, পৌরসভার নির্বাহী প্রকৌশলী নাজমুল করিম, পানির শাখা সহকারী প্রকৌশলী সেলিম সরোয়ার, সদর উপজেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক শেখ শফিউদ্দীন শফি, জেলা মৎস্যজীবী লীগের সভাপতি মীর আজহার আলী শাহীন, সাংবাদিক ইদুজ্জামান ইদ্রিস প্রমূখ। এছাড়া পৌরসভার সকল কর্মকর্তা, কর্মচারি এবং বিভিন্ন শ্রেনী পেশার লোকজন উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন ২নং ওয়ার্ড কাউন্সিলর সৈয়দ মাহমুদ পাপা।
Check Also
সাতক্ষীরা শহর শখার ২ নং ওয়ার্ডের উদ্যোগে সভা অনুষ্ঠিত
বাংলাদেশ জামায়াতে ইসলামি সাতক্ষীরা শহর শখার ২ নং ওয়ার্ড (রাজারবাগান ও সরকারপাড়া ইউনিট) এর উদ্যোগে …