হাজার চেষ্টা করলেও সাতক্ষীরায় ২০১৩ সালের পরিস্থিতি ফিরিয়ে আনা সম্ভব না: ডিআইজি মঈনুল হক

আইনশৃঙ্খলা পরিস্থিতি ঠিক রাখতে আপনার দু’চোখ খোলা রাখবেন, বাকি কাজ পুলিশ করবে। পুলিশ জানে কিভাবে আইনশৃঙ্খলা পরিস্থিতি ঠিক রাখতে হবে। হাজার চেষ্টা করলেও সাতক্ষীরায় ২০১৩ সালের পরিস্থিতি ফিরিয়ে আনা সম্ভব না বলে জানিয়েছেন খুলনা রেঞ্জ ডিআইজি মঈনুল হক।

সোমবার (২৪ জুলাই) বেলা সাড়ে ১১টায় সাতক্ষীরা জেলা পুলিশের আয়োজনে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভার প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন খুলনা রেঞ্জ ডিআইজি মঈনুল হক(বিবিএম বার, পিপিএম)।

পুলিশ লাইন্স ড্রিলসেডে আয়োজিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন পুলিশ সুপার কাজী মনিরুজ্জামান। এতে আনসার, গ্রামপুলিশ, ভিডিপি, বিটপুলিশ, ইউনিয়ন পরিষদের জনপ্রতিনিধিগন, উপজেলা চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, পৌর মেয়র বৃন্দ ছাড়াও পুলিশের উর্দ্ধতন কর্মকর্তাগন উপস্থিত ছিলেন।

সভায় জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতির বিভিন্ন বিষয় উঠে আসে। মাদক, সন্ত্রাস, জঙ্গিবাদ ঠেকাতে পুলিশের ভূমিকা তুলে ধরেন বিভিন্ন উপজেলা থেকে আগত জনপ্রতিনিধি ও পুলিশ কর্মকর্তারা।

দেশের উন্নয়নের কথা তুলে ধরে ডিআইজি মঈনুল হক আরও বলেন, ‘কয়েকবছরের মধ্যে সাতক্ষীরায় আমূল বদল এসেছে। উন্নয়নের এই জোয়ার বজায় রাখতে চাইলে কোন গুজবে কান দেওয়া চলবে না’। গুজব, মাদক, সন্ত্রাস, জঙ্গীবাদ ঠেকাতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।

মতবিনিময় সভায় অতিরিক্ত পুলিশ সুপার সজিব খানের সঞ্চালনায় বক্তব্য রাখেন জেলা প্রশাসক মো. হুমায়ূন কবির, অতিরিক্ত পুলিশ সুপার সজীব খান, জেলা আওয়ামী লীগ এর সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান মো. নজরুল ইসলাম, জেলা আওয়ামী লীগের সহ সভাপতি অধ্যক্ষ আবু আহমেদ, চেম্বার অব কমার্স এর সভাপতি নাছির ফারুক খান মিঠু, অতিরিক্ত পুলিশ সুপার আমিনুল ইসলাম, সদর সার্কেলের এসপি মীর আসাদুজ্জামান, বিটপুলিশিং কমিটির সভাপতি আবুল কালাম বাবলা প্রমুখ।

Check Also

যশোর বেনাপোল দিয়ে ভারতে প্রবেশের সময় কলারোয়ার আ’লীগ কাউন্সিলর গ্রেপ্তার

নিজস্ব প্রতিনিধি :- সাতক্ষীরা: যশোরের বেনাপোল স্থলবন্দর দিয়ে ভারতে পালিয়ে যাওয়ার সময় সাতক্ষীরার কলারোয়া পৌরসভার …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।