যশোরের অভয়নগর উপজেলার রিপোর্টাস ক্লাবের সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেছেন অভয়নগর উপজেলার নবাগত নির্বাহী কর্মকর্তা কেএম আবু নওশাদ ।
উপজেলার সভা কক্ষে ২৯ জুলাই শনিবার দুপুর ১২.৩০ টায় এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এতে অংশ নেন অভয়নগর রিপোটার্স ক্লাবের সভাপতি বদরুজ্জামান, সহ সভাপতি চপল মল্লিক, সম্পাদক মোস্তাক আহমেদ, যুগ্ম সম্পাদক শেখ মোঃ আবুল বাসার, কোষাধ্যক্ষ হাবিবুর রহমান, নির্বাহী সদস্য মাহফুজুর রহমান, সদস্য সুমিত ভৌমিক, মুরাদ হোসেন, আমানউল্লা সাদিক,আরিফুল ইসলাম সহ ক্লাবের অনান্য সাংবাদিক বৃন্দ।
উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, যে কোনো সমস্যা সমাধানে তিনি আন্তরিক ও সচেষ্ট থাকবেন, উপজেলার সার্বিক উন্নয়ন অগ্রযাত্রায় সকলের সহযোগিতা কামনা করেন।
তিনি বলেন, সাংবাদিকরা সমাজের আয়না। এ উপজেলার একটি ঐতিহ্য রয়েছে। ব্যবসায়িক কারনে দেশের অন্যতম গুরুত্বপূর্ণ উপজেলা এটি। দেশের উন্নয়ন কর্মকাণ্ডে সাংবাদিকরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে । সরকারি নিয়ম-নীতির মধ্যে অভয়নগর উপজেলার সাধারণ মানুষের জন্য ভালো কিছু করতে চাই, এজন্য সাংবাদিকদের সহযোগিতা প্রয়োজন।
এর পূর্বে তিনি যশোর জেলা প্রশাসকের কার্যালয়ে ভুমি অধিগ্রহণ কর্মকর্তা হিসাবে কর্মরত ছিলেন।
Check Also
গাড়িচাপায় বুয়েট শিক্ষার্থী মাসুদের মৃত্যু ‘হত্যাকাণ্ড’
প্রাইভেটকার চাপায় বুয়েট শিক্ষার্থী মুহতাসিম মাসুদের মৃত্যুকে ‘হত্যাকাণ্ড’ বর্ণনা করে দায়ীদের সর্বোচ্চ শাস্তিসহ ৬ দফা …