বিএনপি নেতা ভেবে ব্যবসায়ীকে কুপিয়ে জখম

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে বিএনপির নেতাকর্মী দাবি করে বাবু নামের এক মুঠোফোন ব্যবসায়ীকে কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে। পরে গুরুতর আহত অবস্থায় ওই ব্যক্তিকে স্থানীয় বাসিন্দারা হাসপাতালে নিয়ে যান। শনিবার দুপুর সাড়ে ১২টায় সিদ্ধিরগঞ্জের হিরাঝিল এলাকায় এ অতর্কিত হামলা চালানো হয়।

আহত ব্যবসায়ী সবুজ মিয়া ওরফে বাবু হিরাঝিল আবাসিক এলাকার মসজিদ কমিটির কেশিয়ারের দায়িত্বে থাকা আমিনুলের ছেলে।

আহত বাবু জানান, আমি আমার বাসার নিচে পরিষ্কারের কাজ করছিলাম। হঠাৎ দেখলাম একটি মিছিল আসলো বিএনপি ধর স্লোগানে কিছুসংখ্যক মানুষ আসতেছে। এর মাঝেই আমার বাড়িতে ডুকে আমাকে কুপিয়ে ও পিটিয়ে গুরুতর আহত করে তারা। পরবর্তীতে আমি কিছু বুঝে উঠার আগেই আমাকে জখম করা হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, (নাসিক) ৭ নং ওয়ার্ডস্থ আওয়ামী লীগ নেতা পরিচয় দেওয়া তানজীম কবির সবুজের নেতৃত্বে একটি মিছিল নিয়ে হিরাঝিল এলাকায় প্রবেশ করে। তাদের হাতে প্রত্যেকের হাতে দা, লাঠিসহ দেশীয় অস্ত্র ছিল। পরে মিছিল করতে করতেই হঠাৎ তারা ওই ব্যবসায়ীর ওপর হামলা চালায়।

সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা জানান, আমরা ঘটনার খবর শুনেছি। তদন্ত করে অবশ্যই এ ঘটনায় পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

 

Check Also

সাতক্ষীরা সীমান্ত থেকে ১০ বোতল ভারতীয় মদ জব্দ

মুহাম্মদ হাফিজ, সাতক্ষীরা : সাতক্ষীরা সীমান্তে মাদক বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে ১০ বোতল ভারতীয় …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।