কালিগঞ্জে নাশকতার মামলায় দুই ইউপি সদস্যসহ ১৭ জন গ্রেফতার

প্রতিনিধি: সাতক্ষীরার কালিগঞ্জে নাশকতার মামলায় দুই ইউপি সদস্যসহ বিএনপি ও জামায়াতের ১৭ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার (২ জুলাই) দিবাগত রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারদের মধ্যে কৃষ্ণনগর ইউপির ২নং ওয়ার্ডের সদস্য ও শিক্ষক ইউসুফ আলীসহ ৪ জন জামায়াতের এবং ১৩ জন বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মী।

উপজেলা বিএনপি’র ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শেখ নুরুজ্জামান জানান, পুলিশ বুধবার দিবাগত রাতে উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক আহবায়ক সোহেল রানা, রতনপুর ইউনিয়ন বিএনপির সদস্যসচিব ও ইউপি সদস্য আব্দুল কাদের, ধলবাড়িয়া ইউনিয়ন কৃষকদলের সভাপতি ওসমান গণি, বিষ্ণুপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব রফিকুল ইসলাম, তারালী ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক শহিদুল ইসলাম, তারালী ইউনিয়নের ৪নং ওয়ার্ড যুবদলের সভাপতি জাকির হোসেন, কুশুলিয়া ইউনিয়ন বিএনপির সদস্য সাইফুল ইসলামসহ মোট ১৩ জনকে আটক করেছে।

কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ মামুন রহমান ১৭ জনকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বলেন, কালিগঞ্জ থানায় পূর্বে দায়েরকৃত নাশকতা মামলায় গ্রেফতার করে বৃহস্পতিবার বেলা ২ টার দিকে তাদের আদালতে প্রেরণ করা হয়েছে।

Check Also

সাতক্ষীরা শহর শখার ২ নং ওয়ার্ডের উদ্যোগে সভা অনুষ্ঠিত

বাংলাদেশ জামায়াতে ইসলামি সাতক্ষীরা শহর শখার ২ নং ওয়ার্ড (রাজারবাগান ও সরকারপাড়া ইউনিট) এর উদ্যোগে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।