রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে আগামীকাল শুক্রবার ডাকা জামায়াতে ইসলামীর সমাবেশ কর্মসূচিতে অনুমতি দেয়নি ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।
আজ বৃহস্পতিবার বিকেলে গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুক।
তিনি বলেন, জামায়াতে ইসলামীকে কাল (শুক্রবার) সমাবেশ করার অনুমতি দেয়া হচ্ছে না।
এর আগে গত ১ আগস্ট (মঙ্গলবার) ডিএমপি কার্যালয়ে পুলিশ কমিশনার বরাবর একটি আবেদন জমা দেয় জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী (উত্তর ও দক্ষিণ)। আবেদনপত্রে আগামীকাল ৪ আগস্ট সোহরাওয়ার্দী উদ্যানে দুপুর ২টা ৩০ মিনিটে সমাবেশ পালনে সহযোগিতা চাওয়া হয়।
গত ১ আগস্ট বায়তুল মোকাররম মসজিদের উত্তর গেটে সমাবেশের ঘোষণা দিয়েছিল জামায়াতে ইসলামী। কিন্তু ডিএমপির পক্ষ থেকে অনুমতি না পাওয়ায় শুক্রবার (৪ আগস্ট) সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশের সিদ্ধান্ত দেয় দলটি। এজন্য জোর প্রস্তুতিও চালাচ্ছিল দলটি।
কেয়ারটেকার সরকার পুনর্বহাল, আলেম ওলামা ও জামায়াত আমিরের মুক্তি এবং সরকারের পদত্যাগের তিন দফা দাবিতে এ সমাবেশ কর্মসূচির ঘোষণা দেয় দলটি।