ডেঙ্গু প্রতিরোধে বাড়ি বাড়ি গিয়ে সচেতনতা সৃষ্টি, লিফলেট বিতরণ ও স্কুল ক্যাম্পেইন পরিচালনা করেছে বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান বারসিক, শিক্ষা সংস্কৃতি ও বৈচিত্র্য রক্ষা টিম এবং আশার আলো কিশোরী সংগঠনের সদস্যরা। বৃহস্পতিবার সংগঠনের সদস্যরা সাতক্ষীরার শহিদ আব্দুর রাজ্জাক পার্ক থেকে শুরু করে রথখোলা আবাসিক এলাকা, রাজারবাগান ঋষিপাড়া ও লিচুতলার বাড়ি বাড়ি গিয়ে এবং সাতক্ষীরা কনফিডেন্স ইন্টারন্যাশনাল প্রি-ক্যাডেট স্কুল ও রাজারবাগান সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে লিফলেট বিতরণসহ ডেঙ্গু প্রতিরোধে করণীয় তুলে ধরা হয়। বাড়ির আশপাশে, ছোট পাত্রে, ফুলের টবে যেন পানি জমে না থাকে সে ব্যাপারে সকলকে সতর্ক থাকার অনুরোধ জানানো হয়। এই সময় উপস্থিত ছিলেন শিক্ষা সংস্কৃতি বৈচিত্র্য রক্ষা টিম ও আশার আলো কিশোরী সংগঠনের সদস্য পরশমনি, তামিম রোহান, তামান্না পারভিন, তায়েব হাসান, মামনি, বারসিক কর্মকর্তা গাজী মাহিদা মিজান ও যুব সংগঠক জাহাঙ্গীর আলম।
Check Also
সার্বিক গ্রাম উন্নয়ন এর আয়োজনে বিজয় দিবস পালন ও ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠান
নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরায় বিজয় দিবস উপলক্ষে ক্রীড়া প্রতিযোগিতা,পুরুষ্কার বিতারণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। …