শ্যামনগর: সাতক্ষীরার শ্যামনগরে পুলিশের অভিযানে বিশেষ ক্ষমতা আইনে বিস্ফোরক দ্রব্য মামলায় ১৭ জন ও নিয়মিত মামলার দুজনসহ ১৯ আসামিকে গ্রেফতার করেছে থানা পুলিশ। বুধবার (২ আগষ্ট) দিবাগত রাতে উপজেলার বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
পরে বৃহস্পতিবার (৩ আগষ্ট) আদালতের মাধ্যমে তাদের সাতক্ষীরা জেলা কারাগারে পাঠানো হয়েছে।
গ্রেফতারকৃতরা হলেন- শ্যামনগর উপজেলার কাশিমাড়ী ইউনিয়নের জয়নগর গ্রামের মৃত হাজী এজাহার আলী গাজীর ছেলে হাজী আঃ ওয়াজেদ গাজী (৬৫), একই এলাকার মোঃ আশরাফ হোসেন ঢালীর ছেলে মোঃ জাহিদ হাসান ঢালী (২৬), সিরাজুল ইসলাম শেখের ছেলে মোঃ শহিদুল ইসলাম শেখ (৩০), পদ্মপুকুর ইউনিয়নের দক্ষিণ পাখিমারা গ্রামের মোঃ আঃ হামিদ সানার ছেলে ইয়াছিন আলম (৩৪), একই এলাকার মৃত মাছিম মোড়লের ছেলে মোঃ আঃ রাজ্জাক মোড়ল (৫০), পশ্চিম পোড়াকাটলা এলাকার মোঃ হাফিজ উদ্দিনের ছেলে মোঃ হারুন মোল্ল্যা (৪০), চন্ডিপুর গাজীপাড়া এলাকার মৃত শহর আলী ঢালীর ছেলে মোঃ দিদারুল ইসলাম (৫৭), মুন্সিগঞ্জ ইউনিয়নের কলবাড়ি এলাকার মোঃ নূর ইসলাম সরদারের ছেলে মোঃ শরিফুল ইসলাম সরদার (৩৩), কৈখালী ইউনিয়নের বৈশখালী গ্রামের আঃ হামিদ গাজীর ছেলে মোঃ হাবিবুর রহমান (৩২), একই এলাকার মোঃ গোলাম সরদারের ছেলে মোঃ আলমগীর সরদার (৫৩), মোঃ মুজিবর গাজীর ছেলে মোঃ মামুন হোসেন গাজী (৩৮), যতীন্দ্রনগর এলাকার মৃত হোসেন আলী গাজীর ছেলে মোজাহার রহমান গাজী (৫৫), অনন্তপুর এলাকার মোঃ ছুন্নত আলী গাজীর ছেলে মোঃ মিজানুর রহমান গাজী (৩৯), মুন্সিগঞ্জ ইউনিয়নের কুলতলী এলাকার মৃত বাহার আলী মোল্ল্যার ছেলে মোঃ আব্দুর রাজ্জাক মোল্ল্যা (৫৭), উত্তর কদমতলা গ্রামের মৃত বাহার আলী বরকন্দাজের ছেলে মোঃ ইবাদুল বরকন্দাজ (৫৯), শ্রীফলকাটি এলাকার মোঃ আমির আলী গাজীর ছেলে মোঃ জহুরুল ইসলাম (৫২), বংশীপুর এলাকার মৃত শহর আলী গাজীর ছেলে মোঃ আঃ সোবহান গাজী (৫৭), আটুলিয়া ইউনিয়নের উত্তর আটুলিয়া নুর ইসলাম গাজীর ছেলে মোঃ মারুফ বিল্লাল (২২) ও মোঃ মাছুম বিল্লাল (৩০)।
শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আবুল কালাম আজাদ সত্যতা নিশ্চিত করে জানান, বিশেষ ক্ষমতা আইনে বিস্ফোরক দ্রব্য মামলায় ১৭জন ও নিয়মিত মামলায় দুজনসহ মোট ১৯ জন আসামিকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে তাদের সাতক্ষীরা জেলা কারাগারে পাঠানো হয়েছে।