ফের সাতক্ষীরা পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র কাজী ফিরোজ হাসান

সাতক্ষীরা পৌরসভার নির্বাচিত মেয়র তাজকিন আহমেদ চিশতি নাশকতা মামলায় জেলহাজতে রয়েছেন। এই অবস্থায় আবারো ভারপ্রাপ্ত মেয়র হিসেবে প্যানেল মেয়র কাজী ফিরোজ হাসানকে দায়িত্ব দিয়েছে মন্ত্রণালয়।

বুধবার  (২ আগষ্ট ) স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপসচিব ফারজানা মান্নান  স্বাক্ষরিত এক পত্রে তাকে এই দায়িত্ব দেওয়া হয়।
বৃহস্পতিবার (৩ আগস্ট) সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপসচিব ফারজানা মান্নান।

স্বাক্ষরিত ওই পত্রে বলা হয়েছে, সাতক্ষীরা পৌরসভার মেয়র জনাব মোঃ তাজকিন আহমেদ রাষ্ট্রবিরোধী নাশকতা মামলায় বিজ্ঞ দায়রা জজ আদালতে বিচারাধীন সাতক্ষীরা সদর থানায় মামলা নং ০৫, তারিখ: ০৩ এপ্রিল ২০২৩ এবং জি.আর মামলা নং ২০৪/২৩ (সাত) ও সাতক্ষীরা সদর থানার মামালা নং ৬৪, তারিখ: ২৮ মে ২০২৩ এবং জি.আর মামলা নং ৩১৭/২৩ (সাত) মামলায় বাদী সাতক্ষীরা পৌরসভার মেয়র জনাব মোঃ তাজকিন আহমেদ বিজ্ঞ সিনিয়র দায়রা জজ আদালত, সাতক্ষীরা এর ক্রিমিনাল মিস নং-১১০০/২০২৩ ও ফৌজদারী মিস ১১০১ / ২০২৩ মামলায় উভয় পক্ষের শুনানীঅন্তে দরখাস্তকারী আসামী জনাব মোঃ তাজকিন আহমেদ এর জামিনের আবেদন না মঞ্জুর করে ১৮ জুলাই ২০২৩ খ্রি: তারিখে জেলা হাজতে প্রেরণ করা হয়েছে।

এমতাবস্থায়, সাতক্ষীরা পৌরসভার মেয়র জনাব তাজকিন আহমেদ বর্তমানে গ্রেফতার হওয়ায়, দায়িত্ব পালনে অসমর্থ হওয়ায় তিনি স্বীয় দায়িত্বভার গ্রহণ না করা পর্যন্ত, উক্ত পৌরসভা কর্তৃক ১৮ জুলাই ২০২৩ খ্রি: তারিখে অনুষ্ঠিত বিশেষ পরিষদ সভার কার্যবিবরণীর আইটেম-১ এর সিদ্ধান্ত অনুযায়ী স্থানীয় সরকার (পৌরসভা) আইন, ২০০৯ এর ধারা ৪০ (২) অনুযায়ী উক্ত পৌরসভার প্যানেল মেয়র-১ কাজী ফিরোজ হাসান-কে উক্ত পৌরসভার প্রশাসনিক ও আর্থিক ক্ষমতাসহ মেয়র এর দায়িত্ব অর্পণ করা হলো।

দায়িত্বপ্রাপ্ত ভারপ্রাপ্ত পৌর মেয়র কাজী ফিরোজ হাসান বলেন, তাসকিন আহমেদ সাতক্ষীরা পৌরসভা নির্বাচিত মেয়র। উনি জেল হাজতে যাওয়ার কারণে মন্ত্রণালয় আমাকে দায়িত্ব দিয়েছেন। উনি আইন অনুযায়ী মন্ত্রণালয় থেকে বরখাস্তের আদেশ স্থগিত করে এসে পুনরায় দায়িত্ব পালন করবেন। আমি চাই সাতক্ষীর পৌর বাসি যেন নাগরিক সেবা থেকে বঞ্চিত না হয়।

উল্লেখ্য: এর আগে সাতক্ষীরা পৌরসভার মেয়র তাসকিন আহমেদ অন্য একটি মামলায় জেল হাজতে থাকায় গত ৬ ফেব্রুয়ারি তাকে বরখাস্ত করে ভারপ্রাপ্ত মেয়র হিসেবে কাজী ফিরোজ হাসানকে দায়িত্ব প্রদান করেন। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপসচিব আব্দুর রহমান স্বাক্ষরিত এক পত্রে তাকে এই দায়িত্ব দেওয়া হয়।

Check Also

সার্বিক গ্রাম উন্নয়ন এর আয়োজনে বিজয় দিবস পালন ও ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠান

নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরায় বিজয় দিবস উপলক্ষে ক্রীড়া প্রতিযোগিতা,পুরুষ্কার বিতারণ ও আলোচনা সভা  অনুষ্ঠিত হয়েছে। …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।