ইয়াবাসহ ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

নীলফামারীর কিশোরগঞ্জে ৩০ পিস ইয়াবাসহ লিটন আমিন (২৬) নামে এক ছাত্রলীগ নেতাকে গ্রেপ্তার করা হয়েছে।

শনিবার (৫ আগস্ট) রাত ১০টার দিকে কিশোরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বর থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ।

আরও পড়ুন: ১০ বছর পর টাকা ফেরত দিলেন যুবক

লিটন আমিন উপজেলার নিতাই ইউনিয়নের পানিয়ালপুকুর চামশাপাড়া গ্রামের ইব্রাহিম মিয়ার ছেলে ও একই ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক।

বিষয়টি নিশ্চিত করেছেন কিশোরগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজীব কুমার রায়।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাতে কিশোরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বর এলাকায় অভিযান চালানো হয়। এসময় লিটনের মোটরসাইকেল তল্লাশি করে সিটের নিচ থেকে ৩০ পিস ইয়াবাসহ হাতেনাতে গ্রেপ্তার করে পুলিশ।

এ বিষয়ে কিশোরগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা হয়েছে। যার মামলা নম্বর চার। তার মোটরসাইকেলটিও জব্দ করা হয়েছে।

Check Also

তাবলীগ জামায়াতের সাদপন্থীদের নিষিদ্ধের দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ-সমাবেশ

মুহাম্মদ হাফিজ, সাতক্ষীরা : তাবলীগ জামাতে সাদপন্থীদের বর্বোরিচত হামলার প্রতিবাদ ও সাতক্ষীরা জেলা আ.লীগের সহসভাপতি …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।