সুন্দরবন থেকে অবৈধভাবে কাঁকড়া ধরার অভিযোগে জেলে গ্রেপ্তার, নৌকা, কাঁকড়া ও সরঞ্জাম জব্দ

শ্যামনগর প্রতিনিধি: সুন্দরবনের নদী থেকে অবৈধভাবে কাঁকড়া ধরার অভিযোগে পাঁচটি নৌকা ও শহীদুল্লাহ গাজী (৩৫) নামের এক জেলেকে গ্রেপ্তার করেছে বন বিভাগ।

শনিবার (০৫ আগষ্ট) সকাল ছয়টার দিকে বুড়িগোয়ালিনী বন স্টেশনে কর্মরত ফরেস্টার হাবিবুল ইসলামের নেতৃত্বে বুড়িগোয়ালিনী ও কদমতলা বন স্টেশন অফিসের কর্মকর্তারা পৃথক যৌথ অভিযান চালিয়ে সুন্দরবনের পশুর নদী, কুঞ্চিরখাল ও কলাগাছি এলাকা থেকে ওই পাঁচটি নৌকা ও জেলেকে গ্রেপ্তার করেন।

আটক হওয়া ওই জেলে শ্যামনগর উপজেলার বুড়িগোয়ালিনী এলাকার মৃত আব্দুল আজিজের ছেলে। অভিযানের সময় থেকে ৫টি নৌকা, ১০০০ কেজি কাঁকড়া, জাল ও ২০০টি আটন জব্দ করা হয়।

সাতক্ষীরা সহকারী বন সংরক্ষক (এসিএফ) এ কে এম ইকবাল হোসাইন চৌধুরী এই অভিযানের সত্যতা নিশ্চিত করে বলেন, সুন্দরবনে অবৈধভাবে কাঁকড়া ধরার সময় ওই জেলেকে বিভিন্ন মালামালসহ গ্রেপ্তার করা হয়েছে। জুন থেকে আগস্ট, এই তিন মাস কাঁকড়া ধরা নিষিদ্ধ। আটক জেলেকে বন আইনে মামলা দিয়ে সাতক্ষীরা আদালতে পাঠানো হয়েছে।

এদিকে উদ্ধার হওয়া কাঁকড়াগুলো সুন্দরবনের নদীতে অবমুক্ত করা হয়েছে বলে জানান তিনি।

Check Also

সাতক্ষীরা পৌর ৩ নং ওয়ার্ড জামায়াতে ইসলামীর আমীর ও সেক্রেটারি নির্বাচন

মাসুদ রানা, সাতক্ষীরা: বাংলাদেশ জামায়াতে ইসলামী সাতক্ষীরা শহর শাখার পৌর ৩ নং ওয়ার্ড জামায়াতে ইসলামীর …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।