তালা (সাতক্ষীরা) সংবাদদাতা:
সাতক্ষীরা তালায় সরুলিয়া ইউনিয়ন জামায়াতের সেক্রেটারী সাবেক ছাত্র নেতা হাফেজ শাহ আলমকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ। সোমবার দুপুর ১ টার দিকে উপজেলার পাটকেলঘাটা খাদ্যগুদাম রোড থেকে তাকে গ্রেফতার করা হয়। শাহ আলম পাটকেলঘাটা তৈলকুপি গ্রামের প্রাক্তন বিডিআর সদস্য মোশারফ সরদারের ছেলে।
২০২২ সালে তিনি সরুলিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে জামায়াতের হয়ে চেয়ারম্যান প্রার্থী হিসাবে নির্বাচন করে পরাজিত হন।
ডিবি পুলিশ জানায়, শাহ আলমের বিরুদ্ধে সরকার বিরোধী কার্যকালাপের অভিযোগ ছিল। বেশ কয়েকদিন ধরে সে পুলিশের নজরদারিতে ছিল। আজ গোপন সাংবাদের ভিত্তিতে তাকে আটক করা হয়। জেলা গোয়েন্দা পুলিশ পরিদর্শক (ওসি, ডিবি) তারেক ফয়সাল বিন ইবনে আজিজ আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।
