সুন্দরবনে বিষসহ ২০০ কেজি চিংড়ী জব্দ

শ্যামনগর: সুন্দরবনে বিষ দিয়ে ধরা ২০০ কেজি চিংড়ী মাছ জব্দ করেছে সাতক্ষীরা রেঞ্জের কদমতলা বনস্টেশন অফিসের সদস্যরা। গতকাল মঙ্গলবার রাত সাড়ে তিনটার দিকে কোবাতক বনস্টেশন কর্মকর্তা (এসও) মোবারক হোসেনেরে নেতৃত্বে বনকর্মীরা সুন্দরবনে আন্দারমানিক খালে অভিযান চালিয়ে ২০০ কেজি চিংড়ী মাছ আটক করে। তবে, বনবিভাগের উপস্থিত টের পেয়ে জেলের দল মালপত্র ফেলে সুন্দরবনে পালিয়ে যায়। এসময় ঘটনাস্থল তল্লাশি করে ১টি নৌকা, লক্ষাধিক টাকা মূল্যের ব্যবহার নিষিদ্ধ ভেষালী জাল সহ তিন বোতল বিষ জব্দ করে বনকর্মীরা। সাতক্ষীরা রেঞ্জের সহকারী বন সংরক্ষক (এসিএফ) এম কে এম ইকবাল হোসেন চৌধুরী সত্যতা নিশ্চিত করে বলেন, এঘটনায় বন আইনে মামলা হয়েছে। জেলেদের চিহ্নিত করে পাকড়াবার চেষ্টা অব্যহত আছে। আটক চিংড়ী মাটিতে পুতে বিনষ্ট করা হয়েছে।

Please follow and like us:

Check Also

সাতক্ষীরায় প্রতিবেশগত সংকটাপন্ন এলাকা (ইসিএ) ব্যবস্থাপনা বিধিমালা, ২০১৬ বাস্তবায়ন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধি : প্রতিবেশগত সংকটাপন্ন এলাকা (ইসিএ) ব্যবস্থাপনা বিধিমালা, ২০১৬ বাস্তবায়ন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।