সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন বিশেষজ্ঞ মানস কুমার মন্ডল বলেন, ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ফেরদৌসি খাতুন কয়েক দিন আগে কলারোয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হন। মঙ্গলবার রাত দেড়টার দিকে সেখান থেকে তাঁকে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে আনা হয়। ভর্তির আধা ঘণ্টা পর রাত দুইটার দিকে তিনি মারা যান। চলতি বছর জেলায় প্রথমবারের মতো ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে মৃত্যু ঘটনা ঘটল।
সাতক্ষীরা সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা যায়, সাতক্ষীরা জেলায় ডেঙ্গু জ্বরে আক্রান্তের সংখ্যা দুই শ ছাড়িয়েছে। গত ৪৮ ঘণ্টায় (সোমবার সকাল আটটা থেকে বুধবার সকাল আটটা) নতুন করে আরও ১৫ জনের ডেঙ্গু জ্বর শনাক্ত হয়েছে। এ নিয়ে চলতি বছরের ১ জানুয়ারি থেকে জেলায় ডেঙ্গু আক্রান্তের সংখ্যা দাঁড়াল ২০৭ জন। বর্তমানে বিভিন্ন সরকারি, বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকে ২৮ জন রোগী ভর্তি রয়েছেন। সাতক্ষীরা সদর হাসপাতালে ১ জন, সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ১১ জন, আশাশুনি স্বাস্থ্য কমপ্লেক্সে ২ জন, দেবহাটায় ১ জন, কালীগঞ্জে ৪ জন, কলারোয়ায় ৫ জন, শ্যামনগরে ২ জন, তালায় ১ জন ও বেসরকারি প্রতিষ্ঠানে ১ জন রোগী ভর্তি রয়েছেন।
সিভিল সার্জন কার্যালয়ের প্রতিবেদন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় (মঙ্গলবার সকাল আটটা থেকে বুধবার সকাল আটটা) সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে একজন ডেঙ্গু রোগীর মৃত্যু হয়েছে। এ সময়ে সাতক্ষীরা সদর হাসপাতালে একজন ও সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে তিনজন রোগী ভর্তি হয়েছেন। এ পর্যন্ত সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৬৪ জন।
মেডিসিন বিশেষজ্ঞ মানস কুমার মন্ডল জানান, সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে যেসব রোগী ডেঙ্গু চিকিৎসা নিতে এসেছেন, তাঁদের সবাই ঢাকায় ছিলেন। ঢাকা থেকে তাঁরা এই জ্বরে আক্রান্ত হয়েছেন।