জামায়াতে ইসলামীর সাতক্ষীরা জেলা কর্মপরিষদের অন্যতম সদস্য অধ্যাপক রেজাউল ইসলামের সুস্থতা কামনা করে দোয়ার আহবান জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহি পরিষদ সদস্য সাতক্ষীরা জামায়াতের সাবেক আমীর অধ্যক্ষ মুহাঃ ইজ্জত উল্লাহ, সাতক্ষীরা জামায়াতের আমীর মুহাদ্দিস রবিউল বাশার, নায়েবে আমীর অধ্যাপক শহিদুল ইসলাম মুকুল, জেলা সেক্রেটারী মাওলানা আজিজুর রহমান, কলারোয়া উপজেলা জামায়াতের আমীর সাবেক চেয়ারম্যান মাওলানা কামরুজ্জামান, সেক্রেটারি মাওলানা শহিদুল ইসলাম। নের্তৃবৃন্দ অধ্যাপক রেজাউল ইসলামের সুস্থতা কামনা করে আল্লাহ তায়ালার নিকট দোয়া কামনা করেন। অধ্যাপক রেজাউল ইসলাম সাতক্ষীরার কলারোয়া উপজেলার দিগং গ্রামের মরহুম আব্দুল খালেকের পুত্র। তিনি যশোরের বাগআচড় আফিল উদ্দিন ডিগ্রী কলেজের ভূতপূর্ব একাউন্টিং বিভাগের বিভাগীয় প্রধান হিসাবে অধ্যাপনা করতেন। তিনি বাংলাদেশ জামায়াতে ইসলামী কলারোয়া উপজেলা শাখার দীর্ঘদিনের উপজেলা আমীর ছিলেন। বর্তমান সাতক্ষীরা জেলা জামায়াতের কর্মপরিষদের অন্যতম সদস্য। তিনি গত ৯ আগষ্ট সকাল ৮টার দিকে ব্রেন স্টোক করেন। পরবর্তীতে চিকিৎসার জন্য তাকে খুলনা ডক্টর পয়েন্টে ভর্তি করানো হয়। এখনো তিনি সেখানে চিকিৎসারত অবস্থায় আছেন। প্রেসবিজ্ঞপ্তি।
Check Also
সার্বিক গ্রাম উন্নয়ন এর আয়োজনে বিজয় দিবস পালন ও ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠান
নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরায় বিজয় দিবস উপলক্ষে ক্রীড়া প্রতিযোগিতা,পুরুষ্কার বিতারণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। …