ইসলামী ব্যাংক সাতক্ষীরা শাখার উদ্যোগে গাছের চারা বিতরণ

ইসলামী ব্যাংক সাতক্ষীরা শাখার পল্লী উন্নয়ন প্রকল্পের উদ্যোগে বিভিন্ন বনজ ও ফলজ গাছের চারা বিতরণ করা হয়েছে। গাছ লাগিয়ে যত্ম করি, সুস্থ প্রজম্মের দেশ গড়ি, আদর্শ গ্রাম বাংলাদেশের প্রাণ এই স্লোগান নিয়ে পল্লী উন্নয়ন প্রকল্পের ৭ হাজার সদস্যের মাঝে গাছের চারা বিতরণ করা হয়। মঙ্গলবার (২৯ আগষ্ট) বিকেলে ব্যাংকটির জেলা কার্যালয়ে গাছের চারা বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। বৃক্ষরোপন কর্মসূচীর অংশ হিসেবে গাছ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ব্যাংকটির হেড অব জোন খুলনার এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মোঃ হাবিবুর রহমান। ইসলামী ব্যাংক সাতক্ষীরা শাখার ভাইস প্রেসিডেন্ট ও শাখা প্রধান মোহাম্মদ সাদেক আলীর সভাপতিত্ব অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সাতক্ষীরা সরকারী কলেজের অধ্যক্ষ আমান উল্লাহ আল হাদী, জেলা কৃষি খামার বাড়ির উপপরিচালক মোঃ সাইফুল ইসলাম, ব্যাংটির খুলনা জোনালের প্রিন্সিপাল অফিসার জিহাদুজ্জামান। অনুষ্ঠানে অন্যান্যেও মধ্যে ব্যাংিকটির জেনাল অফিসের ভাইস প্রেসিডেন্ট মোঃ হাবিবুর রহমান, সাতক্ষীরা শাখার ম্যানেজার অপারেশান সৈয়েদ শাসসুল ইসলাম, সিনিয়র ফিল্ড অফিসার আবুল হোসেনসহ ব্যাংটির অফিসাররা বক্তব্য রাখেন। অনুষ্ঠান পরিচালনা করেন ইসলামী ব্যাংক সাতক্ষীরা শাখার পল্লী উন্নয়ন প্রকল্পের ইনর্চাজ খলিলুর রহমান ও সিনিয়র অফিসার মোঃ বেলাল হোসেন। অনুষ্ঠান শেষে পুরুষ ও মহিলাদের মধ্যে সাত হাজার গাছের চারা বিতরণ করা হয়। পল্লী উন্নয়ন প্রকল্পের উদ্যোগে চলতি বছর জেলায় ৪৭ হাজার গাছের চারা বিতরণ করা হবে।

Please follow and like us:

Check Also

সাতক্ষীরা জেলাধীন স্থানীয় অর্থায়নে গঠিত সততা স্টোরের অনুকূলে বরাদ্ধ প্রদান ও মতবিনিময় সভা

নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরা জেলাধীন স্থানীয় অর্থায়নে গঠিত সততা স্টোরের অনুকূলে বরাদ্ধ প্রদান ও মতবিনিময় …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।