ওরা দেশকে কিভাবে অচল করবে সেই ষড়যন্ত্রে: স্বরাষ্ট্রমন্ত্রী

বিএনপিকে উদ্দেশ করে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেছেন, নির্বাচন এলে ওরা দেশকে কিভাবে অচল করবে, কিভাবে দেশকে অন্ধকারাচ্ছন্ন করবে ওই ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। দেশের মানুষ বুঝে গেছে, আমলে নিয়েছে। তারা (বিএনপি) জঙ্গিবাদ সৃষ্টি করতে পারে। ধ্বংস করতে পারে। অন্ধকারে ষড়যন্ত্র করতে পারে। ওদের বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে।

এর আগে তিনি আধুনিক খাসমহল মসজিদে সাবেক জাতীয় সংসদ সদস্য অধ্যক্ষ মরহুম এমএম নজরুল ইসলামের মৃত্যুবার্ষিকীতে মিলাদ ও দোয়া অনুষ্ঠানে অংশ নেন। ওই অনুষ্ঠানে তিনি অধ্যক্ষ নজরুলের সততা আর নিষ্ঠার কথা তুলে ধরে তার ছেলে আব্দুল্লাহ আল ইসলাম জ্যাকবের প্রশংসা করেন।

এছাড়া জাতির পিতার প্রতিকৃতিতে ফুল দেওয়াসহ শেখ রাসেল শিশুপার্ক, জ্যাকব টাওয়ার, ফ্যাশন স্কয়ার, বাস টার্মিনালসহ উন্নয়ন কাজ পরিদর্শন করেন মন্ত্রী।

সমাবেশে উন্নয়নের তথ্য তুলে ধরে বিশেষ অতিথির বক্তব্যে সাবেক উপমন্ত্রী আব্দুল্লাহ আল ইসলাম জ্যাকব এমপি বলেন, বিএনপি ধ্বংস করতে জানে। অত্যাচার নির্যাতন করতে জানে। মানুষের কল্যাণ করতে জানে না।

ভোলা পুলিশ সুপার মাহিদুজ্জামানের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন- বিশেষ অতিথি ভোলা-৪ আসনের সংসদ সদস্য সাবেক উপমন্ত্রী আব্দুল্লাহ আল ইসলাম জ্যাকব, বরিশাল জোনের ডিআইজি মো. জামিল হাসান, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মোহাম্মদ হোসেন, জেলা প্রশাসক আরিফুজ্জামান, উপজেলা চেয়ারম্যান জয়নাল আবদীন, উপজেলা আওয়ামী লীগ সম্পাদক নুরুল ইসলাম ভিপিসহ স্থানীয় নেতারা।

অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন পৌর আওয়ামী লীগ সম্পাদক অধ্যক্ষ মনির আহমেদ শুভ্র। সমাবেশে বিভিন্ন দফতরের কর্মকর্তা ও নাগরিক সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

Check Also

সাতক্ষীরা সীমান্ত থেকে ১০ বোতল ভারতীয় মদ জব্দ

মুহাম্মদ হাফিজ, সাতক্ষীরা : সাতক্ষীরা সীমান্তে মাদক বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে ১০ বোতল ভারতীয় …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।