তালা প্রতিনিধি \ তালায় অপ্রাপ্ত বয়স্ক কিশোর-কিশোরীর বাল্যবিবাহে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। রবিবার (১৭ সেপ্টেম্বর) উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাজমুন নাহার এ আদেশ জারী করেন। এদিকে উক্ত নিষেধাজ্ঞা ভঙ্গ করলে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে বাল্যবিবাহ নিরোধ আইন ২০১৭ এর ৮ ধারা মোতাবেক ব্যবস্থা গ্রহণ করা হবে।
তালা উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাজমুন নাহার বলেন, স¤প্রতি তালা উপজেলার খলিষখালী ইউনিয়নের বাগমারা গ্রামের শহর আলী কাগুজীর ছেলে পিন্টু কাগুজী (২০) সাথে খুলনা জেলার ডুমুরিয়া উপজেলার মাগুরাঘোনা গ্রামের এক কিশোরীর (১৬) সাথে বিয়ে ঠিকঠাক হয়েছে এমন খবর শোনা যায়। বিষয়টি জানতে পেরে বে-সরকারী সংস্থা শেয়ার বাংলাদেশের পাবলিক রিলেশন কো-অর্ডিনেটর শিবুপদ দাসের আবেদনের প্রেক্ষিতে কিশোর-কিশোরীর অভিভাবকদের রবিবার তার কার্যালয়ে হাজির করা হয়। এ সময় ঐ কিশোর-কিশোরীর বাল্যবিবাহে নিষেধাজ্ঞা জারি করা হয় এবং ছেলের ও মেয়ের পিতা মুচলেকা দেন।
Check Also
আশাশুনি সদর ইউনিয়ন জামায়াতের ৮টি ওয়ার্ডে আংশিক কমিটি গঠন
এস,এম মোস্তাফিজুর রহমান,আশাশুনি প্রতিনিধি।।বাংলাদেশ জামায়াতে ইসলামী আশাশুনি সদর ইউনিয়নের ৮টি ওয়ার্ডে আংশিক কমিটি গঠন করা …