আরিফুল ইসলাম আশা: সাতক্ষীরা জেলায় প্যাকেজ্ড ড্রিংকিং ওয়াটার উৎপাদনকারী প্রতিষ্ঠানের প্রতিনিধি ও বিএসটিআইয়ের খুলনার কর্মকর্তাগণের সমন্বয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৮ সেপ্টেম্বর) সাতক্ষীরা শহরের কোরাইশী ফুট পার্ক এর সভা কক্ষে খুলনা বিএসটিআই এর উপ পরিচালক মো. আলাউদ্দিন হোসাইন এর সভাপতিত্বে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠিত মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন খুলনা বিএসটিআই এর (সিএম) সহকারী পরিচালক গোবিন্দ কুমার ঘোষ, ফিল্ড অফিসার মো. মাহমুদুল হাসান রানা, ফিল্ড অফিসার মো. আলী আকবর সোহেলসহ সাতক্ষীরায় অনুমোদিত পানি ব্যাবসায়ী রিমঝিম ড্রিংকিং ওয়াটার এর স্বত্বাধিকারী মিন্টু চৌধুরী, শর্মি ড্রিংকিং ওয়াটার এর স্বত্বাধিকারী সমিত কুমার ঘোষ, হক ড্রিংকিং ওয়াটার এর স্বত্বাধিকারী মির্জা সুলতানা, তৌফিক ড্রিংকিং ওয়াটার এর আলী হোসেন টুটুল ও ঋশিল্পী ড্রিংকিং ওয়াটার এর প্রতিনিধি। এছাড়া অনুমোদনহীন সকল ভুঁইফোড় পানি ব্যাবসায়ীদের সমন্বয়ে বিএসটিআই খুলনা কর্মকর্তাদের সাথে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। বিএসটিআই কর্মকর্তাগণ সভায় উদ্বেগ প্রকাশ করে বলেন, সাতক্ষীরা পৌর শহরের মধ্যে অনুমোদনহীন ভুঁইফোর পানি সরবরাহ প্রতিষ্ঠান রয়েছে ৭২ টি। এসব প্রতিষ্ঠানের উৎপাদিত পানির গুণগত মান যাচাই ছাড়াই হাজার হাজার মানুষের মাঝে সরবরাহ করা হচ্ছে। এসব ভুঁইফোড় পানি ব্যবসায়ী মালিকদের কঠোর ভাবে হুঁশিয়ারি করেন। তারা বলেন লাইসেন্স বিহীন পানির ব্যাবসা প্রতিষ্ঠান পরিচালনা করা যাবে না। লাইসেন্সবিহীন পানি ব্যবসায়ীদের বিরুদ্ধে পরিচালিত আইন অনুযায়ী মামলা, মোবাইল কোড অব্যাহত থাকবে। কারণ লাইসেন্স বিহীন পানি সরবরাহ করিলে সাধারণ মানুষের স্বাস্থ্য ঝুঁকিসহ মৃত্যুর কারণ হতে পারে বলেও মন্তব্য করেন তারা। পুরো মতবিনিময় সভাটি সঞ্চালনা করেন শর্মি ড্রিংকিং ওয়াটার স্বত্বাধিকারী সুমিত কুমার ঘোষ।
Check Also
সার্বিক গ্রাম উন্নয়ন এর আয়োজনে বিজয় দিবস পালন ও ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠান
নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরায় বিজয় দিবস উপলক্ষে ক্রীড়া প্রতিযোগিতা,পুরুষ্কার বিতারণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। …