নিজস্ব প্রতিবেদক: আশাশুনি উপজেলার কুল্যা ইউনিয়ন পরিষদে ভিজিএফ’র চাল বিতরণে অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগ উঠেছে চেয়ারম্যান ওমর ছাকি ফেরদৌস পলাশের বিরুদ্ধে। সূত্রে জানা গেছে, সোমবার (১৮ সেপ্টেম্বর) কুল্যা ইউনিয়ন পরিষদে ৩ হাজার ৩শ জন পরিবারের মাঝে ৯০ কেজি করে চাউল প্রদান কার্যক্রম শুরু হয়।
নিয়ম অনুযায়ী গরিব মানুষের মধ্যে ভিজিএফের তিন মাসের মোট ৯০ কেজি চাল বিতরণ করার জন্য সরকারি খাতে জনপ্রতি জমা হবে ৬৬০ টাকা। কিন্ত চেয়ারম্যান জনপ্রতি ৭৬০ টাকা গ্রহন করছেন। মাথাপিছু ১০০ টাকা করে বেশি নিয়েছেন। এতে ৩ হাজার ৩শ জন গরীব মানুষের কাছ থেকে অতিরিক্ত ৩৩ হাজার টাকা আদায় করছেন।
ভুক্তভোগীরা জানান, চাউল আনতে তাদের খরচ হয়েছে ৪ হাজার ৫শ টাকা। এছাড়া তাদের চাল সংগ্রহের বই ফেরত দেননি। এব্যাপারে আশাশুনি উপজেলা নির্বাহী অফিসার রনি আলম নুর বলেন, আমি কুল্যা ইউপি চেয়ারম্যানকে অতিরিক্ত টাকা না নেওয়ার জন্য বলেছি। এরপরেও যদি অতিরিক্ত টাকা নেন, তাহলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
Check Also
সার্বিক গ্রাম উন্নয়ন এর আয়োজনে বিজয় দিবস পালন ও ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠান
নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরায় বিজয় দিবস উপলক্ষে ক্রীড়া প্রতিযোগিতা,পুরুষ্কার বিতারণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। …